Advertisement
১৬ এপ্রিল ২০২৪
শাস্ত্রীকে ভোট বয়কটের

কোচ নয়, টিমের চাই ম্যানেজার

রবি শাস্ত্রীকেই ভারতীয় দলের দায়িত্বে রেখে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড, তাকে সমর্থন করলেন জিওফ বয়কট। ইংরেজ কিংবদন্তি বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে টিমের দরকার হয় একজন ম্যানেজার, কোচ নয়।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০৩:২৪
Share: Save:

রবি শাস্ত্রীকেই ভারতীয় দলের দায়িত্বে রেখে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড, তাকে সমর্থন করলেন জিওফ বয়কট। ইংরেজ কিংবদন্তি বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে টিমের দরকার হয় একজন ম্যানেজার, কোচ নয়।

‘‘ভারতীয় টিমের দায়িত্বে যে রবি আছে আর ওদের যে কোনও কোচ নেই, তাতে আমি খুব খুশি। ব্যক্তিগত ভাবে আমার রবিকে দারুণ পছন্দ। ও টিমকে অনেক কিছু দিতেও পারবে। আর ‘কোচ’ শব্দটা নিয়ে বড্ড বেশি মাতামাতি হয়। এ ক্ষেত্রে ‘ম্যানেজার’ অনেক বেশি উপযোগী শব্দ,’’ বলে বয়কট আর যোগ করেছেন, ‘‘সর্বোচ্চ স্তরে কোচ নামক কারও দরকারই পড়ে না। দরকার হয় এমন কাউকে যে সব কিছু ম্যানেজ করতে পারবে, সাংগঠনিক ব্যাপারগুলো যে দেখবে। আমার কাছে ক্যাপ্টেনই টিমের আসল নেতা। সেই-ই মাঠে সব সিদ্ধান্ত নেয়।’’

ভারতের নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি নিয়ে কী মনে করছেন বয়কট? ‘‘বিরাটকে নিজস্ব পথ বাছতে হবে। যাতে বাকিরা ওর পাশে থাকতে পারে। ও যে এত রান করেছে সেটা ওকে সাহায্য করবে ঠিকই, কিন্তু শুধু রান যথেষ্ট নয়।’’ সঙ্গে তাঁর সংযোজন, ‘‘কোহলির পূর্বসূরি যেখানে মহেন্দ্র সিংহ ধোনির মতো দুর্দান্ত একজন ব্যক্তিত্ব, সেখানে দু’জনের তুলনা তো হবেই। বিরাটকে যদি কোনও পরামর্শ দিতে হয় তো বলব, নিজের প্যাশন আর আবেগটা নিয়ন্ত্রণে রাখো। এগুলো যেন কোনও ভাবেই ওকে গিলে না ফেলে। ওর হৃদয়টা খুব চঞ্চল। সেটাকে নিয়ন্ত্রণে রাখাটা তাই ভীষণ জরুরি। বিরাটের জন্য আমার শুভেচ্ছা থাকল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE