Advertisement
E-Paper

গল্ফ বিশ্বকাপে চৌরাসিয়া

চলতি বছরের গল্ফ বিশ্বকাপে ভারতের হয়ে নামছেন কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া ও বেঙ্গালুরুর এস চিকারাঙ্গাপ্পা। মেলবোর্নে বিশ্বকাপ হবে ২৩-২৭ নভেম্বর। দু’জনেই এই প্রথম গল্ফ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবেন।

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০২:৫৯

চলতি বছরের গল্ফ বিশ্বকাপে ভারতের হয়ে নামছেন কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া ও বেঙ্গালুরুর এস চিকারাঙ্গাপ্পা। মেলবোর্নে বিশ্বকাপ হবে ২৩-২৭ নভেম্বর। দু’জনেই এই প্রথম গল্ফ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবেন। উচ্ছ্বসিত চৌরাসিয়া বলেছেন, ‘‘অলিম্পিক্সের পর আবার দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি দারুণ উৎসাহিত। আর চিকাকে পার্টনার বেছেছি কারণ ও দারুণ প্রতিশ্রুতিমান।’’ এ দিকে চিকারাঙ্গাপ্পা বলেছেন, ‘‘এসএসপি আমাকে বাছায় গর্বিত। দেশের হয়ে খেলার স্বপ্ন সত্যি হবে।’’ ভারত থেকে এর আগে অনির্বাণ লাহিড়ী, গগনজিৎ ভুল্লাড় বিশ্বকাপে খেলেন। তবে ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে এ পর্যন্ত সেরা পারফরম্যান্স ২০০৫-এ অর্জুন অটওয়াল-জ্যোতি রণধাওয়া জুটির, যাঁরা নবম হয়েছিলেন।

golf world cup Shivshankar Chaurasia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy