Advertisement
২৬ এপ্রিল ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: ফের বদল পাকিস্তান দলে, এ বার দলে ৩৯ বছরের ‘বুড়ো’

পাকিস্তানের হয়ে ১১৬টি টি২০ ম্যাচ খেলেছেন শোয়েব। তাঁর ব্যাট থেকে এসেছে ২৩৩৫ রান। বল হাতে নিয়েছেন ২৮টি উইকেট।

দলে ফিরলেন শোয়েব মালিক।

দলে ফিরলেন শোয়েব মালিক। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২১ ১৮:২৫
Share: Save:

টি২০ বিশ্বকাপ জয়ের আশায় ‘বুড়ো’দের উপরেই ভরসা রাখছে পাকিস্তান। চোটের জন্য ১৫ জনের দল থেকে বাদ পড়লেন সোহেব মাকসুদ। তাঁর বদলে দলে এলেন ২০০৯ সালে পাকিস্তানকে টি২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক শোয়েব মালিক।

পাকিস্তানের হয়ে ১১৬টি টি২০ ম্যাচ খেলেছেন শোয়েব। তাঁর ব্যাট থেকে এসেছে ২৩৩৫ রান। বল হাতে নিয়েছেন ২৮টি উইকেট। অভিজ্ঞতার উপরেই ভরসা রাখছে পাকিস্তান। ১০ অক্টোবর অবধি টি২০ বিশ্বকাপের দলে বদল করার সুযোগ রয়েছে। প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে ১৫ জনের দলে নিয়ে এসেছে পাকিস্তান। এ বার আরও এক প্রাক্তন অধিনায়ককে দলে আনল তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আগে বলা হয়েছিল, “ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে এবং দলের সঙ্গে কথা বলে ফাখর জামান, হায়দার আলি এবং সরফরাজ আহমেদকে ১৫ জনের দলে নেওয়া হল।” ১৫ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে খুশদিল শাহ, আজম খান এবং মহম্মদ হাসনাইনকে। চোটের জন্য অনিশ্চয়তা ছিল মাকসুদকে নিয়ে। তাঁর পরিবর্তও ঘোষণা করে দিল পাকিস্তান।

২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সেই ম্যাচ দিয়েই শুরু হবে তাদের টি২০ বিশ্বকাপ সফর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 pakistan Shoaib Malik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE