Advertisement
E-Paper

সেমিফাইনালে শিলিগুড়ির শুভজিৎ

অঙ্কিতা দাসের পর এ বার প্রিকোয়ার্টার ফাইনালে হেরে পুরুষ বিভাগ থেকে বিদায় নিলেন শিলিগুড়ির অপর অলিম্পিয়ান সৌম্যজিৎ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০২:৩৫
খেলা: চলছে প্রতিযোগিতা। শিলিগুড়ি স্টেডিয়ামে। নিজস্ব চিত্র

খেলা: চলছে প্রতিযোগিতা। শিলিগুড়ি স্টেডিয়ামে। নিজস্ব চিত্র

শিলিগুড়িতে চলা ইস্ট জোন টেবিল টেনিস প্রতিযোগিতায় শুক্রবার ছিল জুনিয়র বিভাগের খেলা। এ দিন মহিলা জুনিয়র বিভাগে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্টবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের প্রাপ্তি সেন এবং দিল্লির সেলিনা দীপ্তি। ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে জুনিয়র বিভাগের ফাইনাল ছিল। কিন্তু ফাইনালের দু’জন প্রতিযোগী ইন্ডিয়া ওপেন খেলতে চলে যাওয়ায় খেলাটাই হয়নি। দু’জনকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

কিন্তু মহিলা বিভাগে প্রাপ্তি প্রি-কোয়ার্টারে দিব্যাদেশ পান্ডের কাছে হেরে গিয়েছে।

অন্যদিকে সিনিয়র পুরুষ বিভাগে এ দিন সুস্মিত শ্রীরামকে হারিয়ে সেমিফাইনালে উঠল শিলিগুড়ির শুভজিৎ সাহা। এ দিন তামিলনাড়ুর প্রতিদ্বন্দ্বীকে ৪-২ গেমে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছে শুভজিৎ। সেমি ফাইনালে আজ শনিবার তিনি মুখোমুখি হবেন গুজরাতের হারমিত দেশাইয়ের সঙ্গে। ছেলেদের জুনিয়র বিভাগে সেরা গুজরাতের মানব ঠক্কর। মানব ৪-০ গেমে হারিয়েছে পার্থ ধীরমানিকে।

অঙ্কিতা দাসের পর এ বার প্রিকোয়ার্টার ফাইনালে হেরে পুরুষ বিভাগ থেকে বিদায় নিলেন শিলিগুড়ির অপর অলিম্পিয়ান সৌম্যজিৎ ঘোষ। শুক্রবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ইস্টজোন টেবল টেনিসের প্রিকোয়ার্টার ফাইনালে অমল রাজের কাছে ৪-২ গেমে হেরে যান সৌম্যজিৎ। অমলরাজ পিএসপিবি’র হয়ে খেলছেন।

এ দিন ইয়ুথ বিভাগে প্রিকোয়ার্টারে হেরে বিদায় নিয়েছে উত্তরবঙ্গের আকাশ নাথ। রবীন্দ্র পাটিয়ানের কাছে ৪-১ গেমে হেরে গিয়েছে আকাশ।

Siliguri TT
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy