Advertisement
১৯ মে ২০২৪

চেলসি কোচ হওয়ার দৌড়ে এ বার সিমিওনে

প্রিমিয়ার লিগে বড় ক্লাবের কোচ বদল নাটকে এ বার ঢুকে পড়ল দিয়েগো সিমিওনের নাম। চেলসির নতুন ম্যানেজার হচ্ছেন বর্তমান আটলেটিকো মাদ্রিদ কোচ সিমিওনে। এমনটাই খবর স্প্যানিশ মিডিয়ার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২০
Share: Save:

প্রিমিয়ার লিগে বড় ক্লাবের কোচ বদল নাটকে এ বার ঢুকে পড়ল দিয়েগো সিমিওনের নাম। চেলসির নতুন ম্যানেজার হচ্ছেন বর্তমান আটলেটিকো মাদ্রিদ কোচ সিমিওনে। এমনটাই খবর স্প্যানিশ মিডিয়ার। শোনা যাচ্ছে সিমিওনেকে বছরে ১২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে চেলসি। যা নাকি আটলেটিকোয় সিমিওনের এখনকার বেতনের প্রায় দ্বিগুন। তার উপর চেলসির মালিক রোমান আব্রামোভিচও নাকি তাঁর গুনমুগ্ধ। তাই চার বছর আটলেটিকোকে কোচিং করানোর পর ‘নতুন চ্যালেঞ্জ’ নিতে তৈরি সিমিওনে।

চার বছরে আটলেটিকোকে কম সাফল্য দেননি তিনি। ২৩৯ ম্যাচের মধ্যে ১৫১টি জিতিয়েছেন। ১৮ বছর পর লা লিগা এনে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন। কোপা দেল রে, ইউরোপা লিগে জিতেয়েছেন। চলতি মরসুমে লা লিগায় বার্সেলোনার প্রধান প্রতিদ্বন্দ্বীও এখন আটলেটিকো। এই অবস্থায় আগামী গ্রীষ্মে আটলেটিকো সমর্থকদের কাছে তুমুল জনপ্রিয় কোচ ভিসেন্তে কালদেরন ছাড়তে পারেন কি না সেটাই দেখার।

ম্যাঞ্চেস্টার ইউনাই়টে়ডেও লুইস ফান গলকে সরিয়ে জোসে মোরিনহোর বসার জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। তবে রেড ডেভিলসের তারকা রুিন যদিও ক্লাবের হতশ্রী পারফরম্যান্সের পরও ফান গলের পাশে দাঁড়াচ্ছেন।

শনিবার সান্ডারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত ভাবে ১-২ হেরে যায় ম্যাঞ্চেস্টার। ইপিএল উইকএন্ড শেষে তিনে থাকা আর্সেনালের চেয়ে তারা দশ পয়েন্ট পিছিয়ে, পঞ্চম স্থানে। তার পরও রুনি বলছেন, ‘‘কয়েকটা ম্যাচে হারের জন্য ম্যানেজারকে প্রচণ্ড নিন্দা হজম করতে হয়েছে। দায়িত্বটা কিন্তু আমাদের। আমরা প্লেয়ার, তাই আমাদেরই পারফর্ম করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE