Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আইজলের সাফল্যে উদ্বুদ্ধ হবে অন্যেরাও

আই লিগে তাদের শেষ ম্যাচে জিতলে কিংবা ড্র করলেই উত্তর-পূর্ব ভারতের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হয়ে যাবে আইজল এফসি। সেই ম্যাচের ফল যা-ই হোক না কেন আমার কাছে ওরা-ই এ বারের আই লিগের চ্যাম্পিয়ন, অনুপ্রেরণা—সব কিছু।

ভাইচুং ভুটিয়া
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০৩:৫২
Share: Save:

আই লিগে তাদের শেষ ম্যাচে জিতলে কিংবা ড্র করলেই উত্তর-পূর্ব ভারতের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হয়ে যাবে আইজল এফসি। সেই ম্যাচের ফল যা-ই হোক না কেন আমার কাছে ওরা-ই এ বারের আই লিগের চ্যাম্পিয়ন, অনুপ্রেরণা—সব কিছু।

ভারতীয় ফুটবলে ট্রফি জিতলেই সমর্থকদের হৃদয় জয় করা যায় না। কিন্তু মিজোরামের এই ক্লাবটি সেই কাজটি-ই করেছে সুনিপুণ ভাবে।

আমার মতে আইজলের সাফল্যে ক্লাবগুলোর চেয়েও বেশি উৎসাহিত হবে কর্পোরেট জগৎ। অদূর ভবিষ্যতে আইজলে ফুটবলের জন্য বাণিজ্যিক বিনিয়োগ হলেও অবাক হব না।

তবে আইজলকে এই ছন্দটা ধরে রাখতে হবে। না হলে সেই গতানুগতিক ভাবে বছর তিনের মধ্যেই দেখা যাবে আই লিগে আইজল অবনমন বাঁচাতে লড়ছে।

আইজল এফসি-র সাফল্যের বড় কারণ বছরের পর বছর ধরে খেলা স্থানীয় ছেলেরা। পারলে ওদের ধরে রাখুক ক্লাব।

সরকারি ভাবে যদিও এখনও আই লিগ জেতেনি আইজল এফসি। শিলংয়ে ওদের পরের ম্যাচ লাজংয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে লাজং বেশ শক্ত প্রতিপক্ষ। ফলে শেষ ম্যাচেও চাপে থাকবে আইজল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aizawl FC I League Football Bhaichung Bhutia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE