Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিশ্বের এক নম্বর স্মৃতির লক্ষ্য বিশ্বকাপ

আজ, সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে রবিবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক বলেছেন, ‘‘বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়েছি। সেটা আমার কাছে আনন্দের। তবে আমার একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জয়। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়েই নিজেকে তৈরি করছি। সেটা জিততে পারলেই স্বপ্নপূরণ হবে।’’

তারকা: ভক্তদের আবদার মেটাচ্ছেন মিতালি। গুয়াহাটিতে।  পিটিআই

তারকা: ভক্তদের আবদার মেটাচ্ছেন মিতালি। গুয়াহাটিতে। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৫:০৫
Share: Save:

আইসিসি ওয়ান ডে ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে তিনি এই মুহূর্তে এক নম্বর ব্যাটসম্যান। তবে ব্যক্তিগত কৃতিত্ব নিয়ে আদৌ মাথা ঘামাতে রাজি নন স্মৃতি মন্ধানা।

আজ, সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে রবিবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক বলেছেন, ‘‘বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়েছি। সেটা আমার কাছে আনন্দের। তবে আমার একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জয়। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়েই নিজেকে তৈরি করছি। সেটা জিততে পারলেই স্বপ্নপূরণ হবে।’’

ভারতীয় দলের বাঁ হাতি ওপেনার আরও বলেছেন, ‘‘ছোটবেলা থেকে সকলের মতোই আমি বিশ্বকাপ জয়ের কথা ভেবে এসেছি। যদিও তার সঙ্গে ব্যক্তিগত স্তরেও কিছু লক্ষ্য ছিল। তবে তার চেয়ে অনেক বেশি প্রয়োজনীয় দলকে সাফল্য এনে দেওয়া।’’ যোগ করেছেন, ‘‘ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হওয়ার কারণে আমার দায়িত্বও অনেক বেড়ে গিয়েছে। আরও কঠোর অনুশীলন এবং পরিশ্রম করতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলেছি।’’ আরও বলেছেন, ‘‘এই মুহূর্তে বিশ্বকাপ জয় ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছি না।’’

চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়া হরমনপ্রীত কৌরের পরিবর্তে তাঁকেই ভারতের নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিয়েই স্মৃতি বলে দিয়েছেন, ‘‘ওয়ান ডে সিরিজে আমরা জিতেছি। দল তিন ম্যাচেই দারুণ ক্রিকেট উপহার দিয়েছে। সেই ধারাবাহিকতা এখানেও বজায় রাখতে হবে।’’ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। স্মৃতি বলেছেন, ‘‘এই সিরিজ আমাদের কাছে সমস্ত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ থেকে বেশ কিছু নতুন ক্রিকেটারকে দেখে নেওয়া সম্ভব হবে। তবে তার জন্য দল নিয়ে কোনও পরীক্ষার পথে হাঁটার ইচ্ছে এই মুহূর্তে নেই। সিরিজ জিততে পারলেই নতুন তারকার সন্ধান পেয়ে যাব আমরা।’’

মন্ধানা জানিয়ে দিয়েছেন, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘কোচ রামন স্যারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এখনও পর্যন্ত যে ক্রিকেট খেলেছি, তাতে এটা পরিষ্কার যে, দল ঠিক পথেই এগোচ্ছে।’’ তবে ভারতীয় দলের নতুন অধিনায়ক এও জানিয়ে দিতে ভোলেননি, নিউজ়িল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে তাঁদের অনেক দুর্বলতা ছিল। সেই দুর্বলতা কাটানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India Women's Smriti Mandhana Mithali Raj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE