Advertisement
E-Paper

মোহনবাগান দিবসে বৃষ্টি মাথায় অনশনে গোষ্ঠ পালের পরিবার

মোহনবাগানের আইকন গোষ্ঠবাবু। তাঁর পরিবারকেই আমন্ত্রণ জানানো হয়নি মোহনবাগান দিবসে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ২১:২০
অনশনে গোষ্ঠ পালের পুত্র নীরাংশু পাল সহ পরিবারের সদস্যরা। ছবি: নিজস্ব চিত্র।

অনশনে গোষ্ঠ পালের পুত্র নীরাংশু পাল সহ পরিবারের সদস্যরা। ছবি: নিজস্ব চিত্র।

মোহনবাগান দিবসের জন্য ক্লাব সেজে উঠেছে। আলোর রোশনাই সবুজ-মেরুনে। উৎসবের পরিবেশ গঙ্গাপারের ক্লাবে। অন্য দিকে মনে মেঘ জমে রয়েছে গোষ্ঠ পালের পুত্র নীরাংশু পালের মনে।মোহনবাগানের আইকন গোষ্ঠবাবু। তাঁর পরিবারকেই আমন্ত্রণ জানানো হয়নি মোহনবাগান দিবসে। নীরাংশুবাবু আগেই বলেছিলেন, আজ, সোমবার গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে অনশনে বসবেন তাঁরা। সেই মতোই এদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনশনে বসেন। নীরাংশু বাবু আনন্দবাজারকে বলেন, ‘‘আমরা ১০-১২ জন ছিলাম। বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে ছিলাম। ক্লাবকর্তাদের একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করাই ছিল আমাদের উদ্দেশ্য। বাবার পাওয়া পদক গুলোর খোঁজ করুন।’’

আরও পড়ুন: স্পনসর ও ইস্টবেঙ্গলের সম্পর্ক কি ছিন্ন হতে চলেছে? জল্পনা তুঙ্গে

মোহনবাগান দিবস প্রসঙ্গ উঠতেই গোষ্ঠ পালের পুত্রের গলায় ঝরে পড়ে একরাশ অভিমান। তিনি বলছিলেন, ‘‘আমাদের সঙ্গে তো ক্লাব কর্তৃপক্ষ কোনও সম্পর্কই রাখেনি। আর পদক ফেরত চাওয়ার পর থেকে আমাদের ক্লাবে আমন্ত্রণও করে না।’’ তাঁর কথায়, এ এক জাতীয় সমস্যায় পর্যবসিত হতে চলেছে। প্রাক্তন ফুটবলারদেরও এগিয়ে আসার আর্জি জানিয়েছেন তিনি।

২৭ বছর আগে বাগান-কর্তৃপক্ষের হাতে গোষ্ঠ পালের পাওয়া পদ্মশ্রী-সহ একাধিক পদক তুলে দেওয়া হয়েছিল। ‘চাইনিজ ওয়াল’-এর পাওয়া পুরস্কার কোথায় গেল, তা নিয়ে বহুবার খোঁজ নিয়েছিলেন নীরাংশুবাবু। কিন্তু, উত্তর পাননি। অবশেষে গতবছর থেকে গোষ্ঠ পালের পাওয়া পদক নিয়ে লেখালেখি হয় সংবাদমাধ্যমে। কয়েকটা পদকের ভগ্নাবশেষ ক্লাবের তরফে তুলে দেওয়া হয় তাঁদের হাতে। তার পরে ১৪২ দিন কেটে গেলেও গোষ্ঠ পালের হারানো পদকের হদিশ মেলেনি।

Mohun Bagan A.C. Gostha Pal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy