Advertisement
E-Paper

‘কলকাতার জামাই হলেও মু্ম্বইকেই সমর্থন করছি’

‘‘আপনি কলকাতারও লোক আবার মুম্বইয়েরও। তো আজ কলকাতা বনাম মুম্বইয়ে কাকে সমর্থন করছেন?’’ সুনীল গাওস্করের মাইক হাতে প্রশ্নটা শুনেই হেসে উঠলেন অমিতাভ বচ্চন। ঠিক তার আগেই যিনি স্বীকার করে নিয়েছেন এতদিন টিভিতেই দেখেছেন আইপিএল। সরাসরি ম্যাচ চলাকালীন এই প্রথম। ততক্ষণে পাশে দাঁড়ানো সচিন তেন্ডুলকর তাড়াতাড়ি তাঁকে দলে টানতে মরিয়া, ‘‘উনি কিন্তু নীল রঙের পোশাক পরে আছেন। তাই আমাদেরই সমর্থন করছেন।’’ ‘বিগ বি’ যা শুনেই অট্টহাসি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:৪৩

‘‘আপনি কলকাতারও লোক আবার মুম্বইয়েরও। তো আজ কলকাতা বনাম মুম্বইয়ে কাকে সমর্থন করছেন?’’ সুনীল গাওস্করের মাইক হাতে প্রশ্নটা শুনেই হেসে উঠলেন অমিতাভ বচ্চন। ঠিক তার আগেই যিনি স্বীকার করে নিয়েছেন এতদিন টিভিতেই দেখেছেন আইপিএল। সরাসরি ম্যাচ চলাকালীন এই প্রথম। ততক্ষণে পাশে দাঁড়ানো সচিন তেন্ডুলকর তাড়াতাড়ি তাঁকে দলে টানতে মরিয়া, ‘‘উনি কিন্তু নীল রঙের পোশাক পরে আছেন। তাই আমাদেরই সমর্থন করছেন।’’ ‘বিগ বি’ যা শুনেই অট্টহাসি। ‘‘জানতাম এই প্রশ্নটা আসবেই। আসলে আমি কলকাতার জামাইবাবু। কিন্তু মুম্বইকর হিসেবে আমি মুম্বই ইন্ডিয়ান্সকেই সমর্থন করছি।’’ এর মধ্যে গাওস্কর ফের সচিনকে বলে উঠলেন, ‘জানো তো অমিতাভ খুব ভাল বাঁ-হাতি পেসার আর লম্বা হাতে দারুণ ভাল ফিল্ডিংও করেন।’ সচিন তো শুনে অবাক, ‘তাই নাকি! জানতাম না তো! আমি তো শুধু টিভির স্কিলই দেখেছি। এটা খুবই উৎসাহদায়ক। ক্রিকেট শুরু করার কোনও বয়স হয় না।’ কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যানের ভরসা দেখানোর পরও ‘বিগ বি’র উত্তর, ‘আরে না এখন সত্যিই খুব লেট হয়ে গেছে। ক্রিকেটে নেই তবে খারাপ কমেন্ট্রি করতে হলে আছি।’’ জায়ান্ট স্ক্রিনে অমিতাভ বচ্চনকে দেখে দর্শকদের শব্দব্রহ্মে তখন উত্তাল ওয়াংখেড়ে স্টেডিয়াম।

BIG B amitabh bachchan IPL8 amitabh kolkata connection amitabh bachchan son in law
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy