আই লিগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের জো়ড়া গোল করা স্ট্রাইকার মেক্সিকোর এনরিকে এসকুয়েদার প্রশংসা করলেন সনি নর্দে। সোমবার বিকেলে অনুশীলনের পর হাইতি তারকা বলে দিলেন, ‘‘আমি আই লিগের সব ম্যাচ দেখছি। ইস্টবেঙ্গল এ বার যথেষ্ট শক্তিশালী দল তৈরি করেছে। ওদের এনরিকেকে প্রথম ম্যাচে দেখলাম। ভাল স্ট্রাইকার। গোলটা চেনে। তবে মোহনবাগান ড্র করলেও যথেষ্ট ভাল খেলেছে গোকুলমের বিরুদ্ধে। বাইরের মাঠে এক পয়েন্ট। শুরুটা খারাপ হয়নি আমাদেরও।’’
দুই প্রধানের প্রথম ম্যাচ নিয়ে তাঁর মনোভাবের কথা বললেও নিজের লক্ষ্যের কথা বলতে চাননি সনি। বলে দিলেন, ‘‘আমাকে আগে মাঠে নামতে দিন। তার পর তো নিজের লক্ষ্যের কথা বলব। আমি কখও কী করব সেটা আগে বলি না। করে দেখাই। এখন শুধু অনুশীলন করছি। মাঠে নামিনি। খুব তাড়াতাড়িই ম্যাচে নামব আশা করছি।’’
কোচ শঙ্করলাল চক্রবর্তী নানা পরীক্ষার পর সনিকে নেওয়ার জন্য সবুজ সঙ্কেত দিয়েছেন কর্তাদের। বুধবারই সম্ভবত তাঁর নথিভুক্তি হবে মোহনবাগানে। তবে চোট পাওয়া আর এক বিদেশি ইউতা কানওয়াকিকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। জাপানি ফুটবলারটির চোটের অবস্থা কেমন তা নিয়ে আজ মঙ্গলবার কোচের সঙ্গে বসতে পারেন কর্তারা। শঙ্করলালের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে ইউতার ভবিষ্যৎ।