ব্যাট হাতে ফের সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আমদাবাদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে একটি ম্যাচে অংশ নেবে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ ও সচিব জয় শাহ একাদশ।
নতুন তৈরি হওয়া মোতেরা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। খেলা হবে টেনিস বলে। এই ম্যাচে খেলার কথা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন, ব্রিজেশ প্যাটেল, জয়দেব শাহর।
বৃহস্পতিবারের বার্ষিক সাধারণ সভা নানা কারণে গুরুত্বপূর্ণ। এখানে ইংল্যান্ড দলের ভারত সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা। ঘরোয়া প্রতিযোগিতার ব্যাপারেও আলোচনা হবে। আইপিএলে নতুন দুই দলকে অন্তর্ভুক্ত করার ব্যাপারও রয়েছে অ্যাজেন্ডায়।