Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে হাজির থাকার কথা থাকলেও শারীরিক কারণেই সেখানে যেতে পারেননি বিসিসিআই সভাপতি।

কোভিড টিকা নিয়ে ভারত বনাম ইংল্যান্ড টি- টোয়েন্টি ম্যাচ দেখবেন বিসিসিআই প্রধান।

কোভিড টিকা নিয়ে ভারত বনাম ইংল্যান্ড টি- টোয়েন্টি ম্যাচ দেখবেন বিসিসিআই প্রধান। ফাইল চিত্র

সংবাদসংস্থা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ১৯:৩৮
Share: Save:

বছরের শুরুতেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন সুস্থ রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রোজকার কাজকর্মও করছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে হাজির থাকার কথা থাকলেও শারীরিক কারণেই সেখানে যেতে পারেননি বিসিসিআই সভাপতি। সোমবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সৌরভ জানালেন অনেক কথাই।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাজির থাকতে পারেন: লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা থাকলেও তা হবে সাউদাম্পটনে। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি। আইসিসি এখনও সরকারিভাবে না জানালেও সৌরভ কিন্তু এই ম্যাচে উপস্থিত থাকার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি সাউদাম্পটনে ভারত আর নিউজিল্যান্ডের এই ম্যাচ দেখেতে যেতে চাই।’’ তিনি আরও বলেন, ‘‘কোভিড পরিস্থিতির পরও লর্ডসের আশেপাশের হোটেলগুলো এখনও খোলেনি। তবে সাউদাম্পটনে মাঠের পাশেই অনেক হোটেল আছে। তাই কোভিড পরিস্থিতির পর ইংল্যান্ড দলও বেশ কিছু ম্যাচ ওখানে খেলেছে। ’’

শারীরিক ভাবে সুস্থ আছেন: এখন অনেকটাই সুস্থ আছেন সৌরভ গাঙ্গোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই কোভিড টিকাও নেবেন তিনি। নিজেই সেকথাও জানালেন। তিনি বলেন, ‘‘আমি এখন একেবারে সুস্থ। কাজে ফিরেছি বেশ কিছুদিন হল। একটা ছোট্ট সমস্যা ছিল। সেটা ঠিক হয়ে গেছে। আমি তেমন ভয়ের কিছু দেখিনি। বয়স হচ্ছে। তাই কিছু সমস্যা আসবেই। তবে এটা বড় কিছু হতে পারত। সঠিক সময়ে ধরা পড়ায় বড় কোনও সমস্যা হয়নি।’’

কোভিড টিকা নিয়ে টি ২০ সিরিজ দেখতে যাবেন: আমদাবাদে দিন-রাতের টেস্টে যাওয়ার কথা থাকলেও শারীরিক কারণে যেতে পারেননি বাংলার মহারাজ। তবে আসন্ন টি ২০ সিরিজে তিনি হাজির থাকবেন বলে জানান। সৌরভ বলেন, ‘‘দিন-রাতের টেস্টের মাত্র দুই সপ্তাহ আগে আমি হাসপাতাল থেকে ছাড়া পাই। তাই ডাক্তাররা যেতে বারণ করেন। আমি টিকা নিয়ে বিমানে উঠব।’’

রাহুল দ্রাবিড়ের প্রশংসা: প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের নতৃত্বে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে উঠে আসা মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুরদের ওপর ভর করেই বর্ডার গাওস্কর ট্রফিতে জয় পায় ভারত। দ্রাবিড়ের প্রশংসা করে সৌরভ বলেন, ‘‘ও দারুণ কাজ করেছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে, এটা আমি সবসময়ই বলি। রাহুলের জন্যই আমরা সিরাজ, শার্দূলদের মতো প্রতিভাকে উঠে আসতে দেখেছি। এর পাশাপাশি ওরাও সুযোগকে দারুণ ভাবে কাজে লাগিয়েছে।’’ সৌরভ আরও বলেন, ‘‘আমরা গত বছরই বুমরাকে নিয়ে কথা বলেছিলাম। কিন্তু ভারত ওকে ছাড়াও জিতছে, অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্টে বুমরাকে ছাড়াই সিরাজ আর শার্দূলের ওপর নির্ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE