প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ।-ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেটের স্বার্থে অনুরাগ ঠাকুরকে যে আরও এক বার বিসিসিআইয়ে প্রয়োজন, তা ঘুরিয়ে জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
গতকাল ৮ জুলাই সৌরভের জন্মদিনে শুভেচ্ছা জানান প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। সৌরভকে শুভেচ্ছা জানিয়ে ঠাকুর লেখেন, “প্রিয় সৌরভ, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা, দিনটি পরিবারের সঙ্গে ভাল ভাবে কাটাও।”
আরও পড়ুন: ভারতীয় কোচের পদে কে, ইন্টারভিউ দেবেন ছ’জন
আর অনুরাগের এই টুইটের প্রত্যুত্তরে দেশের পোড় খাওয়া অধিনায়ক সৌরভ বলেন, “প্রিয় অনুরাগ তোমায় অসংখ্য ধন্যবাদ। ভারতীয় ক্রিকেট তোমাকে ফিরে পেত চাই।”
dear Anurag thank u so much ... need u back in indian cricket ...
— Sourav Ganguly (@SGanguly99) July 8, 2017
চলতি বছরের শুরুতেই সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় বোর্ডের মসনদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অনুরাগ ঠাকুর-অজয় সির্কেদের। লোধা কমিশনের সঙ্গে বিরোধিতা এবং আদালতের সঙ্গে অসহযোগিতা করার কারণেই মূলত অপসারিত হতে হয়েছিল অনুরাগদের।