Advertisement
০৩ মে ২০২৪

দিন-রাতের টেস্ট খেলার ব্যাপারে সম্মতি দিল দক্ষিণ আফ্রিকা

নভেম্বরেই অস্ট্রেলিয়ায় হতে চলেছে ডে-নাইট টেস্ট। অনেক টাল-বাহানার পর শেষ পর্যন্ত রাজি হল দক্ষিণ আফ্রিকা। এই বছর ২৪ নভেম্বর অ্যাডিলেডে দুই দলের মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ডে-নাইট। খেলা হবে গোলাপি বলে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ১৭:৩৭
Share: Save:

নভেম্বরেই অস্ট্রেলিয়ায় হতে চলেছে ডে-নাইট টেস্ট। অনেক টাল-বাহানার পর শেষ পর্যন্ত রাজি হল দক্ষিণ আফ্রিকা। এই বছর ২৪ নভেম্বর অ্যাডিলেডে দুই দলের মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ডে-নাইট। খেলা হবে গোলাপি বলে। এই টেস্ট ম্যাচটি খেলার আগে দুটো অনুশীলন ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। একটি মাত্র টেস্টই খেলা হয়েছে ফ্লাড লাইটে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে। দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা যদিও দিন-রাতের টেস্ট খেলার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাননি শুরুতে। কারণ তাঁদের এমন পরিবেশে খেলার কোনও অভিজ্ঞতা নেই। শেষ পর্যন্ত একই পরিস্থিতিতে দুটো অনুশীলন ম্যাচ খেলার নিশ্চিত হওয়ার পর ডে-নাইট টেস্ট খেলার ব্যাপারে সম্মতি জানায় ক্রিকেট সাউথ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকে এবি ডিভিলিয়ার্স বলেন, ‘‘আমাদের টেস্ট দল এই প্রথম গোলাপি বলে খেলবে। বিদেশের মাটিতে সমর্থকদের সামনে। দুটো প্রস্তুতি ম্যাচ আমাদের সাহায্য করবে আশা করি। তবে এই ম্যাচ আমাদের ক্রিকেট জীবনের ল্যান্ড মার্ক হয়ে থাকবে। আমাদের শুরুতে সংশয় ছিল এই ম্যাচ খেলার ব্যাপারে।’’ ভারতও প্রস্তুত হচ্ছে দেশের মাটিতে দিন-রাতের টেস্ট করার ব্যাপারে। প্রথম গোলাপি বলের টেস্টের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ইডেন গার্ডেনও। নিউজিল্যান্ড সম্মতি দিলেই এই বছরের শেষের দিকে ভারতের মাটিতেও শুরু হয়ে যাবে গোলাপি বলের টেস্ট।

আরও খবর

হেড কোচ হতে রবি শাস্ত্রীর শর্ত বিসিসিআইকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Day-Night Test Australia South Africa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE