Advertisement
E-Paper

খেলরত্ন পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া ও সর্দার সিংহ

যৌথভাবে রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন দু’জন। সর্দার সিংহ ২০১৫তে পদ্মশ্রী পেয়েছিলেন। দেবেন্দ্র ঝাঝারিয়া একজন প্যারালিম্পিয়ান। তিনি জ্যাভলিন থ্রোয়ার। তিনিই প্রথম প্যারালিম্পিয়ান যাঁর দখলে রয়েছে জোড়া সোনা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ১৮:১১
সর্দার সিংহ ও দেবেন্দ্র ঝাঝারিয়া। ছবি: পিটিআই।

সর্দার সিংহ ও দেবেন্দ্র ঝাঝারিয়া। ছবি: পিটিআই।

রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া ও সর্দার সিংহ। ক্রীড়ামন্ত্রকের তরফে বড় লম্বা তালিকা গেলেও সেখান থেকে এই দু’জনকে বেছে নিল নির্বাচনী কমিটি। যে কমিটিতে রয়েছেন প্রাক্তন অলিম্পিয়ান, অর্জুন, দ্রোনাচার্য, ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্তরা।

আরও পড়ুন

পদকের রং পাল্টে দিতে চান সিন্ধু

বুমরাহর ইয়র্কারে কেমন ব্যাট চালালেন অক্ষর, দেখুন ভিডিও

দেবেন্দ্র ঝাঝারিয়া একজন প্যারালিম্পিয়ান। তিনি জ্যাভলিন থ্রোয়ার। তিনিই প্রথম প্যারালিম্পিয়ান যাঁর দখলে রয়েছে জোড়া সোনা। ঝাঝারিয়াই ছিল নির্বাচনী কমিটির প্রথম পছন্দ। সেই তালিকায় যুক্ত করা হয়েছে ৩১ বছরের হকি মিডফিল্ডার সর্দার সিংহকে। তিনি ছিলেন দ্বিতীয় পছন্দ। কিন্তু শেষ পর্যন্ত দু’জনকেই বেছে নিল ক্রীড়ামন্ত্রক। যৌথভাবে রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন এই দু’জন। সর্দার সিংহ ২০১৫তে পদ্মশ্রী পেয়েছিলেন। সর্দার ঝুলিতে রয়েছে দুটো এশিয়ান গেমস পদক। ২০১৪তে সোনা ও ২০১০ এ ব্রোঞ্জ। এ ছাড়া রয়েছে কমনওয়েলথ গেমসে জোড়া রুপো। ২০১০ ও ২০১১তে পর পর জায়গা করে নিয়েছিলেন আন্তর্জাতিক হকির অল-স্টার টিমে।

রাজীব গাঁধী খেলরত্ন ২০১৭

দেবেন্দ্র ঝাঝারিয়া প্যারা অ্যাথলেট

সর্দার সিংহ হকি

দ্রোনাচার্য ২০১৭

আর গাঁধী অ্যাথলেটিক্স

হিরা নন্দ কাটারিয়া কবাডি

জিএসএসভি প্রসাদ ব্যাডমিন্টন

ব্রিজ ভূষণ মোহান্তি বক্সিং

পিএ রাফেল হকি

সঞ্জয় চক্রবর্তী শ্যুটিং

রোশন লাল কুস্তি

খেল রত্ন ছাড়া ক্রীড়ামন্ত্রক এ দিন সাত জন দ্রোনাচার্য পুরস্কার প্রাপকের নামও ঘোষণা করেছে। এ ছাড়া রয়েছেন ১৭ জন অর্জুন পুরস্কার প্রাপকের নাম। সেই তালিকায় রয়েছেন হরমনপ্রীত কাউর, চেতেশ্বর পূজারা, প্যারা-অ্যাথলেটস মারিয়াপ্পান, বরুণ সিংহ ভাটি ও হকির এসভি সুনীলের মতো বড় নাম। সারা জীবনের সম্মান হিসেবে ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছেন ভুপেন্দ্র সিংহ ( অ্যাথলেটিক্স), সৈয়দ শাহিদ হাকিম (ফুটবল) ও সুমারাই তেতে (হকি)। ২৯ অগস্ট রাষ্ট্রপতি ভবনে এই ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। রাজীব গাঁধী খেলরত্নদের দেওয়া হবে ৭ লাখ ৫০ হাজার টাকা। বাকি সবাই পাবেন ৫ লাখ করে।

ধ্যান চাঁদ ২০১৭

ভূপেন্দ্র সিংহ অ্যাথলেটিক্স

সৈয়দ শাহিদ হাকিম ফুটবল

সুমারাই তেতে হকি

অর্জুন পুরস্কার ২০১৭

ভিজে সুরেখা তিরন্দাজী

খুশবীর কাউর অ্যাথলেটিক্স

আরোকিয়া রাজীব অ্যাথলেটিক্স

প্রশান্তী সিংহ বাস্কেটবল

লাইসরাম দেবেন্দ্র সিংহ বক্সিং

চেতেশ্বর পূজারা ক্রিকেট

বেমবেম দেবী ফুটবল

এসএসপি চৌরাসিয়া গল্ফ

এসভি সুনীল হকি

যশবীর সিংহ কবাডি

পিএন প্রকাশ শ্যুটিং

এ অমলরাজ টেবল টেনিস

সাকেথ মায়নেনি টেনিস

সত্যাওয়ার্থ কাদিয়ান কুস্তি

মারিয়াপ্পান প্যারা-অ্যাথলেট

বরুণ সিংহ ভাটি প্যারা-অ্যাথলেট

Sports Ministry Hockey Para Athlete Devendra Jhajharia Sardar Singh দেবেন্দ্র ঝাঝারিয়া সর্দার সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy