টেস্ট সিরিজ এবং প্রথম দুই ওয়ান ডে-তে জঘন্যতম পারফরম্যান্সের পর অবশেষে জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা। নেপিয়ারে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে সিরিজে ভেসে রইল শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের সিরিজে কিউয়িরা আপাতত ২-১ ফলে এগিয়ে।
টসে জিতে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। গত ম্যাচের মতো না হলেও শুরুটা বেশ ভালই করেছিলেন গাপ্তিল। তবে ২৮ বলে ৩০ রানের ইনিংস লঙ্কা শিবিরে বড় বিপর্যয় আনার আগেই তাঁকে থামান চামেরা। চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলঙ্কার এই ডানহাতি পেসার এ দিনও দারুন বল করলেন তিনি। নিলেন দুই উইকেট। শেষ পর্যন্ত উইলিয়ামসন, লাথামদের হাত ধরে ২৭৬ রানের স্কোর খাড়া করে ব্ল্যাক ক্যাপসরা। গত ম্যাচে গাপ্তিলের হাতে দুড়মুশ হওয়া ভ্যানডারসে নিলেন দুই উইকেট।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ায় স্লোয়ার আর বাউন্সারই আমার অস্ত্র
ব্যাট করতে নেমে এই প্রথম একটা অসাধারণ ওপেনিং পার্টনারশিপ পেল শ্রীলঙ্কা। বাঁহাতি গুণতিলকের ৪৫ বলে ৬৫-তেই জয়ের গন্ধ পাচ্ছিল ম্যাথিউজরা। গুণতিলকে আউট হওয়ার পর ইনিংস টানেন অফ ফর্মে থাকা দুই ব্যাটসম্যান দিলশন এবং থিরিমানে। এঁদের ব্যাটের দাপটে চার ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। ম্যাচের সেরা গুণতিলকে।