Advertisement
১৮ মে ২০২৪

ইডেনে আমার অভাব বুঝতে দিও না, আবেদন শাহরুখের

অষ্টম আইপিএলে নাইট রাইডার্সদের খেতাব রক্ষার অভিযানের সূচনায় তিনি নিজে পাশে ছিলেন দলের। ম্যাচটা জেতার পর তিন সন্তানের সঙ্গে মাতিয়ে দিয়েছিলেন ইডেন। ফেসবুকে উচ্ছ্বসিত পোস্টও করেন, ‘‘মরসুমটার দারুণ শুরু করলাম গোতি আর ছেলেদের সঙ্গে ব্যাট ভেঙে!’’ সঙ্গে গম্ভীরের ব্যাট দু’টুকরো করা শটটার ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৫ ০৩:৩১
Share: Save:

অষ্টম আইপিএলে নাইট রাইডার্সদের খেতাব রক্ষার অভিযানের সূচনায় তিনি নিজে পাশে ছিলেন দলের। ম্যাচটা জেতার পর তিন সন্তানের সঙ্গে মাতিয়ে দিয়েছিলেন ইডেন। ফেসবুকে উচ্ছ্বসিত পোস্টও করেন, ‘‘মরসুমটার দারুণ শুরু করলাম গোতি আর ছেলেদের সঙ্গে ব্যাট ভেঙে!’’ সঙ্গে গম্ভীরের ব্যাট দু’টুকরো করা শটটার ছবি।

কিন্তু শনিবারের ইডেন যখন বিরাট কোহলিকে ১৩ রানে ফিরিয়ে রক্তের স্বাদ পেয়ে ‘কেকেআর কেকেআর’ চিৎকারে ফেটে পড়ছে, তখন তিনি নেই। আরসিবি মালিক বিজয় মাল্য এ দিন ছিলেন শহরে। উদ্বোধনী রাতে যুবভারতীতে পারফর্ম করে যাওয়া অনুষ্কাও বিরাটের টানে ফের কলকাতায় এবং আলো করলেন ইডেন। কিন্তু তিনি, বাদশা খান, যাঁর প্রতীক্ষায় ছিলেন নাইট সমথর্কেরা, তিনিই নিজের টিমকে তাতাতে থাকতে পারলেন না।

ইডেনে যখন ছিটকে যাচ্ছে একের পর এক বেঙ্গালুরুর উইকেট, শাহরুখ খান তখন দিল্লিতে ব্যস্ত থাকলেন একটি বিলাসবহুল আবাসনের প্রকল্পের উদ্বোধনে। প্রকল্পের নির্মাণ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে অনুষ্ঠানটা এড়াতে পারেননি। তবে ফেসবুক এবং টুইটারে পোস্ট করে বুঝিয়ে দেন, মনটা পড়ে ইডেনেই। লেখেন, ‘‘একটা প্রকল্পের উদ্বোধনে দিল্লিতে। আমার কলকাতা নাইট রাইডার্সের ছেলেদের খুব মিস করব। আমার অভাব ঢেকে দিতে ইডেনাইটসরা যেন দারুণ হল্লা করেন!’’

রাতের ইডেনে ‘কেকেআর-কেকেআর’-এর ডেসিবেল যেমন সব বিধিনিষেধ পার করে গেল, শাহরুখের অনুরোধ রক্ষাতেই কি না কে জানে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

srk appeals srk absence srk eden gardens ipl8
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE