Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বোথামকে টপকে গেলেন ব্রড

বোথামকে টপকে গিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ব্রড বলেছেন, ‘‘এর চেয়ে গর্বের বিষয় আর কিছু হতে পারে না।’’ এই সাফল্যের জন্য ব্রড কৃতিত্ব দিচ্ছেন বোলিং কোচ ওটিস গিবসনকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৫:১৪
Share: Save:

শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে শুধু ইংল্যান্ডকেই জেতাননি, পাশাপাশি ব্যক্তিগত একটা রেকর্ডও করেছেন স্টুয়ার্ট ব্রড। ইয়ান বোথামের ৩৮৩ টেস্ট উইকেট টপকে গিয়েছেন তিনি। ১০৭ টেস্টে ৩৮৪ উইকেটের মালিক এখন ইংল্যান্ডের এই পেসার।

বোথামকে টপকে গিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ব্রড বলেছেন, ‘‘এর চেয়ে গর্বের বিষয় আর কিছু হতে পারে না।’’ এই সাফল্যের জন্য ব্রড কৃতিত্ব দিচ্ছেন বোলিং কোচ ওটিস গিবসনকে। শনিবার, এক দিনে ১৯ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ইনিংসে জিতিয়েছেন ইংরেজ বোলাররা। যা নিয়ে ব্রড তাঁর কলামে লিখেছেন, ‘‘দিনটা শুরু হওয়ার সময় আমরা স্বপ্নেও ভাবিনি এক দিনে ১৯ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতব। কিন্তু সেটাই হল।’’

নিজের বোলিং নিয়ে ব্রডের বক্তব্য, ‘‘একটা সময় ১১ বলে চার রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলাম আমি। হ্যাটট্রিকের সুযোগও এসেছিল। তখন ভাবছিলাম, হ্যাটট্রিক করে যদি বোথামের রেকর্ড টপকে যেতে পারি, তা হলে তার চেয়ে ভাল আর কিছু হতে পারে না। নিজেকে বলছিলাম, বলটা জায়গায় রাখো, তার পর যা হওয়ার হবে। শেন ডরিচ ব্যাট করছিল। বলটা আমি উইকেটে রেখেওছিলাম। ও খেলে দিল।’’

তাঁর সাফল্যের পিছনে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার গিবসনকে কৃতিত্ব দিয়ে ব্রড বলেছেন, ‘‘আমি রেকর্ডের বলটা তুলে ড্রেসিংরুমে বসে থাকা গিবসনকে দেখাই। গত দু’বছর ধরে গিবসন আমাকে দারুণ ভাবে সাহায্য করে এসেছে। প্রথমে ওর পরমার্শেই আমি বাঁ-হাতিদের বিরুদ্ধে ভাল বল করা শুরু করি। তার পর এখন আমার অ্যাকশনটা একটু শুধরে দেওয়ার পরে আবার সেই পুরনো ফর্মে ফিরেছি।’’ রেকর্ডের দিন গ্যালারিতে তাঁর পরিবারও ছিল। যেটা আলাদা তৃপ্তি দিয়েছে ব্রডকে। ইংরেজ পেসার বলেছেন, ‘‘আমার বাবা, মা আর বোন ছিল গ্যালারিতে। ওদের সামনে এই রেকর্ডটা করতে পেরে আরও ভাল লেগেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE