Advertisement
০৭ মে ২০২৪
India

কোন মন্ত্রে দলকে হার থেকে বাঁচালেন, জানালেন স্নেহ রানা

ইংল্যান্ডের আবহাওয়া ও পরিস্থিতি সব সময় প্রতিকুল। প্রথম বার সেখানে খেলতে নেমে নিজেকে মেলে ধরা খুব সহজ নয়।

বলের পর ব্যাট হাতে দারুণ লড়াই করলেন স্নেহ রানা।

বলের পর ব্যাট হাতে দারুণ লড়াই করলেন স্নেহ রানা। ছবি - টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২১:০৭
Share: Save:

প্রথমে বল হাতে নজর কেড়েছিলেন। এরপর কঠিন সময়ে ব্যাট হাতেও বাইশ গজে রুখে দাঁড়ালেন স্নেহ রানা। ১৫৪ বলে ৮০ রানে অপরাজিত রইলেন দেহরাদুন থেকে আসা এই অলরাউন্ডার। এই লড়াকু ইনিংসে ছিল ১৩টি চার। ফলে ব্রিস্টলে হারা টেস্ট ড্র করল মিতালি রাজের ভারত। যদিও অভিষেক টেস্টে দলকে খাদের কিনারা থেকে বাঁচিয়েও নির্লিপ্ত স্নেহ। জানিয়ে দিলেন বল অনুসারে ব্যাট চালিয়ে পেয়েছেন সাফল্য।

ম্যাচের শেষে ২৭ বছরের স্নেহ বলেন, “শিখা ও তানিয়ার সঙ্গে কঠিন সময়ে জুটি বেঁধে টেস্ট ড্র করার জন্য গর্ববোধ করছি। দীর্ঘ পাঁচ বছর পরে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছি। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। ক্রিকেটের ব্যাকরণ মেনে খেলে গিয়েছি। ভাল বলকে সম্মান দিলেও খারাপ বল মাঠের বাইরে পাঠাতে দু’বার ভাবিনি।”

ইংল্যান্ডের আবহাওয়া ও পরিস্থিতি সব সময় প্রতিকুল। প্রথম বার সেখানে খেলতে নেমে নিজেকে মেলে ধরা খুব সহজ নয়। তবুও ব্যাটে-বলে অসাধ্য সাধন করলেন স্নেহ। কীভাবে সেটা সম্ভব হল?

স্নেহ ফের বলেন, “এর আগে এখানে খেলিনি, এটা সত্যি। তবে ইংল্যান্ডের মাঠে এই ফলাফল আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE