Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sports News

রেকর্ড করে আহত হয়ে মাঠ ছাড়লেন ইমরুল কায়েস

নেমেছিলেন পরিবর্ত হিসেবে। আর নেমেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে লিখিয়ে ফেললেন নিজের নাম। এমন কান্ড ঘটিয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ইমরুল কায়েস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের জায়গায় কিপিং করতে নেমেছিলেন ইমরুল।

ইমরুল কায়েস। ছবি: ফেসবুক।

ইমরুল কায়েস। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ১৯:০১
Share: Save:

নেমেছিলেন পরিবর্ত হিসেবে। আর নেমেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে লিখিয়ে ফেললেন নিজের নাম। এমন কান্ড ঘটিয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ইমরুল কায়েস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের জায়গায় কিপিং করতে নেমেছিলেন ইমরুল। আর তার পরই পাঁচটি ক্যাচ নিয়ে পরিবর্ত উইকেট কিপার হিসেবে রেকর্ড করে ফেললেন। এর আগে ২০১০ সালে ভারতের বিরুদ্ধে ও ২০১৩তে শ্রীলঙ্কার বিরুদ্ধে একইভাবে পাঁচটি করে আউটের নজির রয়েছে মুশফিকুরের।

২৯ বছরের ইমরুল শুরু করেন ওপেনার জিৎ রাভালের ক্যাচ দিয়ে। এর পর কেন উইলিয়ামসন। রবিবার ম্যাচের চতুর্থ দিন কোলিন দে গ্র্যান্ডহোম, বিজে ওয়েটিং ও নীল ওয়াগনারের ক্যাচ নিয়ে রেকর্ড করে ফেললেন ইমরুল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য আহত হয়ে ফিরলেন বাংলাদেশের এই উইকেট কিপার ওপেনার। যে কারণে সমস্যায় বাংলাদেশে। দলের দুই উইকেট কিপারই এই মুহূর্তে চোট পেয়ে বাইরে। দ্বিতীয় ইনিংসে উইকেটের পিছনে কে দাঁড়াবেন এখন সেটাই বড় প্রশ্ন।

আরও খবর: ভারত-বাংলাদেশ টেস্ট পিছিয়ে গেল একদিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Imrul Kayes World Record Wicket Keeper
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE