১৯ নভেম্বরের বেঙ্গালুরু। সে দিনই যে আইএসএলের ব্লকবাস্টার। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। আর পাঁচটা আইএসএল ম্যাচের মতো নয় এটি। অন্তত ভারতের ফুটবল অধিনায়কের কাছে।
সুনীল ছেত্রীর কাছে এই ম্যাচটি অন্য রকম। ২০১৩ সাল থেকে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলছেন তিনি। আবার শেষ দু’টি মরসুমে আবার আইএসএলে খেলেছেন মুম্বই এফসি-র হয়ে। শুধু তা-ই নয়, মুম্বইয়ের দলের হয়ে তাঁর হ্যাটট্রিকও আছে। কিন্তু এ বারের টুর্নামেন্টে ১৯ নভেম্বর নামতে হবে বেঙ্গালুরুর জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে। আরও একটি কারণে বিশেষ হয়ে থাকবে এই ম্যাচ। বেঙ্গালুরুতে তাঁর পুরনো ক্লাবের বিরুদ্ধে খেলেই জীবনের ‘ম্যাচ’ তাঁর। পরের দিনই গুরুগ্রামে তাঁর বিয়ের সঙ্গীত অনুষ্ঠান যে!
তিনি— সুনীল ছেত্রী কীভাবে নিচ্ছেন এই ম্যাচকে? ভারত অধিনায়ক বলছেন, ‘‘আমি এই ম্যাচটা নিয়ে কিছুই না ভাবার চেষ্টা করছি। মাঠে যখন খেলতে নামি, এ সব চিন্তা মাথায় রাখি না।’’ তবে যোগ না করে পারছেন না, ‘‘মুম্বই সিটির সঙ্গে আমার দারুণ সম্পর্ক। চিরকাল আমার হৃদয়ে থাকবে মুম্বই। আইএসএলে এখনও পর্যন্ত ওদের হয়েই আমি খেলেছি। ক্লাবের প্রত্যেকের সঙ্গে দারুণ সম্পর্ক। মালিক, ভক্ত, এমনকী মুম্বই শহরকেও দারুণ লাগে।’’