সুনীল গাওস্কর ক্রিকেট ফাউন্ডেশন ট্রাস্ট-কে ৩১ বছর আগে দেওয়া জমি ফিরিয়ে নিতে চায় মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (এমএইচএডিএ)।
বান্দ্রায় ২১ হাজার ৩৪৮ বর্গ ফুটের জমি এমএইচএডিএ দিয়েছিল ১৯৮৮ সালে। কিন্তু তিন দশক পেরিয়ে গেলেও সেই জমিতে গাওস্করের ক্রিকেট অ্যাকাডেমির কাজ শুরু হয়নি। যেমন ছিল ঠিক তেমনই পড়ে রয়েছে সেই জমি। এমএইচএডিএ-র সহ-সভাপতি এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিলিন্দ মাহিস্কর জানান, জমি ফেরত নেওয়ার জন্য সরকারের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে তাঁদের তরফে।
১৯৮৮ সালে গাওস্কর ট্রাস্টকে জমি দেওয়ার সময় শর্ত ছিল— জমি পাওয়ার তিন মাসের মধ্যে অ্যাকাডেমির নির্মাণকাজ শুরু করতে হবে এবং তিন বছরের মধ্যে কাজ শেষ করতে হবে। কিন্তু সেই কাজ এখনও শুরু না হওয়ায়, জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।