Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

আইপিএল-এর আগে সমস্যায় সুনীল

নারিন আইপিএল-র সেই ক্রিকেটার যাঁকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। তবে বোলিং অ্যাকশনে পরিবর্তন না হলে সমস্যায় পড়তে পারেন নারিন।

সুনীল নারিন। —ফাইল চিত্র।

সুনীল নারিন। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শারজা শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ১৬:৩৪
Share: Save:

এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারিন। আইপিএল-এ খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কিন্তু তার আগে সমস্যায় নারিন। প্রশ্ন উঠছে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। লাহৌর কোয়াল্যান্ডার্স বনাম কুয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের মধ্যে ম্যাচর পরই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত তাঁকে সাবধান করা হয়েছে বোলিং অ্যাকশন নিয়ে। তার মানে, তিনি দলের হয়ে মাঠে নামতে পারবেন, বলও করতে পারবেন।

নারিন আইপিএল-র সেই ক্রিকেটার যাঁকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। তবে বোলিং অ্যাকশনে পরিবর্তন না হলে সমস্যায় পড়তে পারেন নারিন। সমস্যায় পড়তে পারে কেকেআর-ও। ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই বছরের আইপিএল। তার আগে এই অভিযোগে চিন্তার ভাঁজ কেকেআর-এর কপালে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দেওয়া এক স্টেটমেন্টে বলা হয়েছে, বুধবার পিএসএল-এর ম্যাচে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।’’

লাহৌর ইতিমধ্যেই টুর্নামেন্টের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। শারজাহতে শুক্রবার শেষ ম্যাচ খেলবে নারিনের দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে দেখা লেখা হয়েছে, ‘‘ম্যাচ অফিশিয়াল নারিনের বোলিং নিয়ে রিপোর্ট করেছে। যা পাঠিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে। এ বার বোর্ডের নিয়ম মেনেই নারিনের বিচার হবে।’’

আরও পড়ুন
ক্রিকেটে আসাই তো ঝুঁকি ছিল, বলছেন অশ্বিন

নারিন দেশের হয়ে ছ’টি টেস্ট, ৬৫টি ওয়ান ডে ও ৪৮টি টি২০ খেলেছেন। ২০১৪ সালে ভারত্ চ্যাম্পিয়ন লিগের সময় প্রথম তাঁর বোলিং অ্যাকশনকে বেআইনি ঘোষণা করা হয়। যে কারণে ২০১৫ বিশ্বকাপ দল থেকে তার নাম বাতিল করা হয়। পরে বোলিং অ্যাকশন শুধরে তিনি আবার দলে ফেরেন। ২০১৬তেও একবার বোলিং অ্যাকশনের জন্য নির্বাসিত হতে হয়েছিল তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE