Advertisement
E-Paper

আংটি বদল সম্পন্ন, ব্যান্ড বাজা বারাতের অপেক্ষায় রায়না

রাজধানীর লিলা প্যালেস হোটেলে জোরকদমে চলছে প্রস্তুতি। হাতে সময় আর মাত্র চব্বিশ ঘণ্টা। তার মধ্যেই শেষ করে ফেলতে হবে সব আয়োজন। শুক্রবার এখানেই ছোটবেলার বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি সুরেশ রায়না!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০৩:৩৮
নতুন ইনিংস শুরুর পথে রায়না। ছবি: পিটিআই।

নতুন ইনিংস শুরুর পথে রায়না। ছবি: পিটিআই।

রাজধানীর লিলা প্যালেস হোটেলে জোরকদমে চলছে প্রস্তুতি। হাতে সময় আর মাত্র চব্বিশ ঘণ্টা। তার মধ্যেই শেষ করে ফেলতে হবে সব আয়োজন। শুক্রবার এখানেই ছোটবেলার বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি সুরেশ রায়না!

যে বিয়েতে আবার বরপক্ষের তরফে ‘ব্যান্ড বাজা বারাত’ সম্পর্কিত এক বিশেষজ্ঞের উপস্থিতি নিয়ে জল্পনায় মশগুল গোটা দিল্লি। রায়না জীবনের নতুন ইনিংস শুরু উপলক্ষে তাঁর বারাতে বিরাট কোহলির সঙ্গে হাজির যে অনুষ্কা শর্মাও!

বারাতে অবশ্য আমন্ত্রিত গোটা ভারতীয় দলই। সঙ্গে থাকার কথা রাজধানীর রাজনৈতিক মহলের বেশ কয়েক জন বড় নামের। তবে রায়না যাঁর অন্যতম প্রিয়বন্ধু বলে পরিচিত, সেই ভারত অধিনায়ক এবং ক’দিন আগে মেয়ের বাবা হওয়া মহেন্দ্র সিংহ ধোনি বিয়েতে থাকছেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

এ দিকে, আজই প্রিয়ঙ্কার সঙ্গে আংটি বদল সেরে ফেললেন আঠাশ বছরের রায়না। সেই অনুষ্ঠান উপলক্ষেই দিল্লিতে থাকা অনুষ্কাকে এ দিন হাত ধরাধরি করে বিরাটের সঙ্গে ঘুরতে দেখা গেল প্রকাশ্য রাজপথে। ভারতীয় সহ-অধিনায়ক ও তাঁর বান্ধবীকে দারুণ খুশি দেখাচ্ছিল, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গিয়েছে, রায়না ও প্রিয়ঙ্কার মায়েরা বহুদিনের বন্ধু। সেই সুবাদেই ছোটবেলায় রায়নার সঙ্গে প্রিয়ঙ্কার পরিচয়। প্রেম এবং অবশেষে পরিণয়। নেদারল্যান্ডসে কর্মরত প্রিয়ঙ্কা। যাঁর সঙ্গে নিজের সম্পকর্টা এতদিন প্রচারের আড়ালেই রেখেছিলেন রায়না। কিন্তু হালফিল অভিনেত্রী শ্রুতি হাসান ও তাঁর বন্ধুত্ব নিয়ে জলঘোলা শুরু হওয়ায় খোলামেলা জানিয়ে দেন, প্রিয়ঙ্কার সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন বিশ্বকাপ খেলে ফিরেই।

তবে হাতে বেশি সময় কই? আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসা রায়না। আর টুনার্মেন্ট শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই। তাই প্রথমে ঠিক ছিল বুধবার সকালে আংটি বদল আর রাতে বিয়ে হবে। তবে শেষ পর্যন্ত আটচল্লিশ ঘণ্টা পিছোল বিয়ে। তবু নতুন বরকে বিয়ের পাঁচ দিনের মাথাতেই আবার নেমে পড়তে হবে মাঠে!

Suresh Raina Priyanka Chowdhary India Chennai Super Kings Indian Premier League Raina to Tie the Knot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy