Advertisement
E-Paper

কন্যা সন্তানের বাবা হলেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়

বিশ্বনাথন আনন্দ টুইট করে সূর্যকে লিখেছেন, ‘‘জীবনের দেওয়া সেরা খেতাবের জন্য তোমাকে অভিনন্দন। ছোট্ট অতিথিকে স্বাগত।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৮:৪৩
সদ্যোজাত কন্যার সঙ্গে সূর্য। নিজেই পোস্ট করলেন এই ছবি।

সদ্যোজাত কন্যার সঙ্গে সূর্য। নিজেই পোস্ট করলেন এই ছবি।

নতুন বছরটা বেশ ভালভাবেই শুরু করলেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। ৩ জানুয়ারি কন্যা সন্তানের বাবা হলেন এই বাঙালি দাবাড়ু। সদ্যোজ্যাত কন্যার ভিডিও টুইটারে পোস্ট করেছেন সূর্য।

কয়েকদিন আগে অন লাইন চেস ট্রেনিং স্কুল শুরু করেছিলেন সূর্য। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল সেই স্কুল। এই কাজে তাঁকে সহযোগিতা করেছিলেন আরও দুই গ্র্যান্ডমাস্টার আরবি রমেশ এবং মগেস পঞ্চনাথন। প্রায় ২০০ জন খুদে দাবাড়ুকে নিয়ে এই স্কুল শুরু করেন সূর্য।

আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য বছরের শুরুতে চেস স্কুল গড়েছিলেন। এবার তাঁর ঘর আলো করে এল নতুন প্রাণ। স্বভাবতই গঙ্গোপাধ্যায় পরিবারে খুশির জোয়ার।

আরও পড়ুন: আই লিগের আগে বিপত্তি, মহমেডান থেকে সরে যেতে পারে ইনভেস্টর 'বাঙ্কারহিল’

বিশ্বনাথন আনন্দ টুইট করে অভিনন্দন জানিয়েছেন সূর্যকে। তিনি লিখেছেন, ‘‘জীবনের দেওয়া সেরা খেতাবের জন্য তোমাকে অভিনন্দন। ছোট্ট অতিথিকে স্বাগত।’’

আরও পড়ুন: কোহালিদের পুরনো ছবি তুলে ধরে মানসিক খেলা শুরু অসি সংবাদমাধ্যমের

chess grandmaster bengal chess Surya Sekhar Ganguly Viswanathan Anand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy