নতুন বছরটা বেশ ভালভাবেই শুরু করলেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। ৩ জানুয়ারি কন্যা সন্তানের বাবা হলেন এই বাঙালি দাবাড়ু। সদ্যোজ্যাত কন্যার ভিডিও টুইটারে পোস্ট করেছেন সূর্য।
কয়েকদিন আগে অন লাইন চেস ট্রেনিং স্কুল শুরু করেছিলেন সূর্য। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল সেই স্কুল। এই কাজে তাঁকে সহযোগিতা করেছিলেন আরও দুই গ্র্যান্ডমাস্টার আরবি রমেশ এবং মগেস পঞ্চনাথন। প্রায় ২০০ জন খুদে দাবাড়ুকে নিয়ে এই স্কুল শুরু করেন সূর্য।
আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য বছরের শুরুতে চেস স্কুল গড়েছিলেন। এবার তাঁর ঘর আলো করে এল নতুন প্রাণ। স্বভাবতই গঙ্গোপাধ্যায় পরিবারে খুশির জোয়ার।