মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম বার আইপিএল জয়ে বড় অবদান রেখেছিলেন সূর্যকুমার যাদব। মুম্বই অধিনায়ক রোহিত শর্মার এক ফ্যান ক্লাব ভারত অধিনায়ক বিরাট কোহালিকে ‘কাগজের অধিনায়ক’ বলে টুইট করে। সেই টুইটই লাইক করে বসেন সূর্যকুমার, যা নিয়ে বিতর্ক। যদিও এ সব থেকে এখন বহু দূরে ভিকে। মঙ্গলবার সকালবেলা তিনি টুইটে সেলফি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ওয়েব সিরিজে মজে তিনি। পরনে আটপৌরে টি-শার্ট। মুখে হাসি। অস্ট্রেলিয়াতে ভারতীয় টিম এখন কোয়ারান্টিনে। অনুশীলন করলেও বাকি সময় থাকতে হচ্ছে ঘরবন্দি। সময় কাটানোর জন্য তাই এমন উপায় খুঁজে নিয়েছেন কোহলি। কিন্তু, নেট দুনিয়ায় তাঁকে এবং সূর্যকুমারকে নিয়ে জোরাল বিতর্ক।
প্রশ্ন ওঠে, কেন সেই বিতর্কে জড়ালেন সূর্যকুমার?
১৫ নভেম্বর রোহিতের এক ফ্যান ক্লাব টুইটে একটি মিম পোস্ট করে। ছবি এই রকম: জনতার ভিড়ের দিকে বুক চিতিয়ে হেঁটে যাচ্ছেন এক যুবক। ভিড়ের বাঁ-দিকের জনতার উদ্দেশ লেখা ‘বিসিসিআই সিলেক্টর’। বুক চিতিয়ে এগোনো যুবককে চিহ্নিত করা হয়েছে ‘হিটম্যান হিসেবে।’ ভিড়ের জনতার ডান দিকে এক ব্যক্তির উদ্দেশে লেখা ‘কাগজের অধিনায়ক।’ এবং ক্যাপশনে রোহিতের উদ্দেশে লেখা, ‘আমাকে নেকড়ের মধ্যে ছেড়ে দাও, আমি তাদের নেতা হয়ে ফিরে আসব’। এই টুইটই প্রথমে লাইক করেন মুম্বই টিমের অন্যতম সেরা ব্যাটসম্যান সূর্যকুমার। যদিও পরে ভুল বুঝতে পেরে আনলাইক করে দেন তিনি। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সূর্যকুমারের লাইক করা স্ক্রিন শট।