Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Sushil Kumar

রেলের চাকরি যেতে বসেছে অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের

কুস্তিগীর খুনে নাম জড়িয়েছে সুশীল কুমারের। এ বার উত্তর রেলওয়ে থেকে তাঁর চাকরিও যেতে চলেছে।

চাকরিও যাচ্ছে সুশীলের

চাকরিও যাচ্ছে সুশীলের ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৭:৩০
Share: Save:

কুস্তিগীর খুনে নাম জড়িয়েছে সুশীল কুমারের। এ বার উত্তর রেলওয়ে থেকে তাঁর চাকরিও যেতে চলেছে। ইতিমধ্যেই সুশীলকে নির্বাসিত করা হতে চলেছে চাকরি থেকে।

উত্তর রেলওয়ের এক কর্তা জানিয়েছেন, ছত্রসাল স্টেডিয়ামে অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) পদে কর্মরত ছিলেন সুশীল। দিল্লি সরকারের সুপারিশে ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছিল তাঁর মেয়াদ। ২০২১-এ ফের সুশীল মেয়াদবৃদ্ধির আবেদন করেন। দিল্লি সরকার তা প্রত্যাখ্যান করে তাঁকে উত্তর রেলওয়েতে পাঠিয়ে দেয়। কিন্তু সেই চাকরিও আর থাকার সম্ভাবনা কম।

উত্তর রেলওয়ের মুখপাত্র দীপক কুমার সংবাদ সংস্থাকে বলেছেন, “খুনের মামলা সম্পর্কে দিল্লি সরকারের থেকে রিপোর্ট আমরা পেয়েছি। সুশীলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে ওকে নির্বাসিত করা হতে চলেছে।” আগামী দু’দিনের মধ্যে সরকারি নির্দেশ প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী কোনও কর্মীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে বিচার না হওয়া পর্যন্ত তাঁকে নির্বাসিত করা হয়।

অন্য বিষয়গুলি:

Sushil Kumar Sushil Kumar Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE