Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Syed Mushtaq Ali t20

অনুষ্টুপ যে কোনও সাহায্য চাইলে পাশে আছি: অভিমন্যু ঈশ্বরণ

শুধুমাত্র ব্যাটিং নয়, তার পাশাপাশি অন্য যে কোনও ব্যাপারে দলকে সাহায্য করতে প্রস্তুত বাংলার প্রাক্তন অধিনায়ক।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ২২:৩৮
Share: Save:

অনুষ্টুপ যে কোনও সাহায্য চাইলে পাশে আছি: অভিমন্যু ঈশ্বরণ

রবিবার ওড়িশার বিরুদ্ধে মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে নামছে অনুষ্টুপ মজুমদারের বাংলা। গত মরশুমে ভাল পারফর্ম করতে না পারলেও ফর্মে ফিরতে বদ্ধপরিকর বাংলার প্রাক্তন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শুক্রবার ইডেনে অনুশীলনের পর তিনি বলেন, ‘‘লকডাউনের মধ্যে ব্যাটিং নিয়ে অনুশীলন করেছি। ভাল শুরু করেও বড় রান না পেলে খুব খারাপ লাগে।’’

মাসখানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিমন্যু। তবে, এখন পুরোপুরি ফিট বাংলার এই ওপেনার। রবিবারের ম্যাচের আগে দলের প্রস্তুতি নিয়েও বেশ সন্তুষ্ট ঈশ্বরণ। বলেন, ‘‘আমাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে। এই টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হওয়া বেঙ্গল টি ২০ লিগ আমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছে। ভিভিএস লক্ষণের দেওয়া বেশকিছু পরামর্শ আমাদের অনেক সাহায্য করবে টি২০ ফরম্যাটে।’’

শুধুমাত্র ব্যাটিং নয়, তার পাশাপাশি অন্য যে কোনও ব্যাপারে দলকে সাহায্য করতে প্রস্তুত বাংলার প্রাক্তন অধিনায়ক। ঈশ্বরণ বলেন, ‘‘অধিনায়ক অনুষ্টুপ অভিজ্ঞ ক্রিকেটার। ও যদি আমার থেকে কোনও সাহায্য চায়, সবসময়ই প্রস্তুত।’’

আরও পড়ুন: হাসপাতালের বিছানা থেকেই আইপিএলের বৈঠকে অংশ নিয়েছিলেন সৌরভ

তবে, ঈশ্বরণ রবিবারের ম্যাচে সুযোগ পাবেন কিনা, তা নিয়েও সংশয় আছে। সাধারণত, ওপেনার হিসেবে খেলেন অনুষ্টুপ। ওপেনার হিসেবে দলে রয়েছেন সহ অধিনায়ক শ্রীবৎস গোস্বামী ও বিবেক সিং। টি ২০ ক্রিকেটে অনুষ্টুপের স্ট্রাইক রেটও আহামরী নয়। সেক্ষেত্রে বাংলা দলে প্রত্যাবর্তন করতে হলে দারুণ কিছু করে দেখাতে হবে অনুষ্টুপকে।

আরও পড়ুন: টি-টেন ফর্ম্যাটে অলিম্পিক্সে ক্রিকেট চান ক্রিস গেল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Syed Mushtaq Ali t20 Abhimanyu Ishwaran
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE