টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গভীর চিন্তায় বাংলাদেশের ক্রিকেট। অধিনায়ক মাহমুদুল্লা দলের ব্যাটিং নিয়ে অত্যন্ত চিন্তিত।
রবিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ১৪১ রান তাড়া করতে না পেরে স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। ম্যাচের পরে মাহমুদুল্লা বলেন, ‘‘আমি অত্যন্ত হতাশ। আমাদের ব্যাটিং অবশ্যই চিন্তার বিষয়। আমাদের অনেক ভাল ব্যাট করতে হবে। পরিস্থিতি যা-ই হোক না কেন, আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আমাদের ব্যাটিং লাইন-আপের গভীরতা খুব বেশি। মহম্মদ সইফুদ্দিন ন’ নম্বরে ব্যাট করতে নামে। তবু দলে কিছু বদল আনতে হতে পারে।’’
১৪১ রানও তাড়া করতে পারেনি বাংলাদেশ। তাদের মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। মাহমুদুল্লা বলেন, ‘‘আমরা ইচ্ছা করে মন্থর ব্যাটিং করিনি। আমরা চার-ছয় মারতে পারিনি। পরের ম্যাচে ভাল ব্যাট করতে হবে। যেহেতু আমরা হেরেছি, তাই অনেক প্রশ্ন উঠবে। সোজা কথা হল, আমরা ভাল ব্যাট করতে পারিনি। কিন্তু টি২০ ক্রিকেটে দল হিসেবে আমরা খুব ভাল। আমাদের জেতার ক্ষমতা আছে। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই আমরা জিতব।’’