Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Virat Kohli

T20 World Cup 2021: বিরাট কোহলীর টি২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কী বলছেন ওয়াসিম আক্রম

টি-টোয়েন্টিতে বিরাট কোহলীর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে তিনি অবাক। তবে ওয়াসিম আক্রম মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে লাভই হবে কোহলীর।

বিরাট কোহলী।

বিরাট কোহলী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১৫:৫১
Share: Save:

টি-টোয়েন্টিতে বিরাট কোহলীর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে তিনি অবাক। তবে ওয়াসিম আক্রম মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে লাভই হবে কোহলীর। তিনি আরও বেশি ভয়ডরহীন এবং খোলা মনে ক্রিকেট খেলতে পারবেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবেন তিনি।

কোহলীর নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে আক্রমের মনে হয়েছে, তিন ফরম্যাটে তাঁর উপর চাপ অনেক বেশি পড়ে যাচ্ছে। আক্রম বলেছেন, “বিরাট কোহলীর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার খবরে খুবই অবাক হয়েছি। আমার মতে, এই পরিস্থিতিতে তিনটে ফরম্যাটে খেলাটাই অনেক কঠিন। আইপিএল হল চতুর্থ ফরম্যাট। আইপিএল-এও আন্তর্জাতিক ক্রিকেটের মতোই চাপ থাকে। দলের হয়ে ক্রিকেট খেলা আরও কঠিন। কারণ এখানে জবাবদিহি করতে হয়।”

আক্রম বলেছেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মালিক জিজ্ঞাসা করতেই পারেন কেন তুমি হেরে গিয়েছ? আপনার কাছে কোনও ব্যাখ্যা থাকতেই হবে। জিজ্ঞাসা করা ওদের অধিকার। কারণ ওরা দলের জন্য প্রচুর টাকা বিনিয়োগ করে। তাই আপনাকে ব্যাখ্যা দিতেই হবে। আমার মনে হয় কোহলীর কাছে সেই সময় এসে গিয়েছে যখন ওর উচিত টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগ করা। অধিনায়কত্ব ছাড়ার ফলে ও আরও ভয়ঙ্কর ক্রিকেটার হয়ে উঠবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Wasim Akram T20 World Cup 2021 BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE