Advertisement
২৬ অক্টোবর ২০২৪
Rohit Sharma

১০ নজির: টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রানের ইনিংসে গড়লেন রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ বলে ৯২ রান করেছেন রোহিত শর্মা। এই ইনিংসে ১০টি নজির গড়েছেন ভারত অধিনায়ক।

cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২৪ ২২:৪৭
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বড় রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ বলে ৯২ রান করেছেন তিনি। তাঁর ব্যাটেই ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। এই ইনিংসে ১০টি নজির গড়েছেন ভারত অধিনায়ক।

রোহিতের ১০ নজির:

১) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে ২০০টি ছক্কা মেরেছেন রোহিত।

২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ বলে অর্ধশতরান করেছেন রোহিত, যা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম।

৩) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রোহিতের করা ১৯ বলে অর্ধশতরানই দ্রুততম।

৪) চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসাবে পাওয়ার প্লে-র মধ্যে অর্ধশতরান করেছেন রোহিত।

৫) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি ছক্কা মেরেছেন রোহিত। ভারতীয় ব্যাটারদের মধ্যে একটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক ছক্কা মেরেছেন তিনি।

৬) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক হয়েছেন রোহিত। ৪১৬৫ রান করেছেন তিনি। রোহিত ছাপিয়ে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়মকে (৪১৪৫)।

৭) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩২টি ছক্কা মেরেছেন রোহিত, যা সর্বাধিক।

৮) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম অর্ধশতরানের তালিকায় রোহিত পাঁচ নম্বরে। শীর্ষে যুবরাজ সিংহ (১২ বলে ৫০)।

৯) টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক রানের তালিকায় রোহিত দ্বিতীয় স্থানে। শীর্ষে ক্রিস গেল (৯৮ রান)।

১০) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক রানের তালিকায় রোহিত দ্বিতীয় স্থানে। শীর্ষে সুরেশ রায়না (১০১ রান)।

অন্য বিষয়গুলি:

Rohit Sharma T20 World Cup 2024 India Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE