Advertisement
১৬ এপ্রিল ২০২৪
India

‘বিরাট’ জয়ের সৌরভে মিশে রয়েছে উদ্বেগ, এক নজরে মোহালির টি টোয়েন্টি

দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে ১৪৯ রানে থেমে যায়। ভারত অনায়াসেই ১৯ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩০
Share: Save:
০১ ১১
বুধবার মোহালিতে এক ওভার বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়েছে ভারত। তবে জয়ের সৌরভের মধ্যেও কিছু উদ্বেগ মিশে থাকছে। এক ঝলকে দেখে নেওয়া যাক মোহালির টি-টোয়েন্টি।

বুধবার মোহালিতে এক ওভার বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়েছে ভারত। তবে জয়ের সৌরভের মধ্যেও কিছু উদ্বেগ মিশে থাকছে। এক ঝলকে দেখে নেওয়া যাক মোহালির টি-টোয়েন্টি।

০২ ১১
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে এক উইকেটে ৭৮ তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি’ কক ও বাভুমা বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে চলছিলেন দলকে। কিন্তু ১২ ওভারে নভদীপ সাইনির বলে ডি’ ককের ক্যাচ অসাধারণ দক্ষতায় ধরেন বিরাট কোহালি।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে এক উইকেটে ৭৮ তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি’ কক ও বাভুমা বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে চলছিলেন দলকে। কিন্তু ১২ ওভারে নভদীপ সাইনির বলে ডি’ ককের ক্যাচ অসাধারণ দক্ষতায় ধরেন বিরাট কোহালি।

০৩ ১১
পরের ওভারেই আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। যা ব্যাকফুটে ঠেলে দেয় প্রোটিয়াদের। গতির হেরফের করে বল করতে থাকেন স্পিনাররা। ফলে, বড় রানের দিকে এগোতে পারেনি সফরকারী দল।

পরের ওভারেই আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। যা ব্যাকফুটে ঠেলে দেয় প্রোটিয়াদের। গতির হেরফের করে বল করতে থাকেন স্পিনাররা। ফলে, বড় রানের দিকে এগোতে পারেনি সফরকারী দল।

০৪ ১১
প্রোটিয়াদের ইনিংসের শেষ পর্বে ভারতীয় পেসাররাও গতির হেরফের ঘটাতে থাকেন। বাভুমাকে ফিরিয়ে দেন দীপক চাহার। তিনিই দলের সফলতম বোলার। ২২ রানে তিনি নেন দুই উইকেট।

প্রোটিয়াদের ইনিংসের শেষ পর্বে ভারতীয় পেসাররাও গতির হেরফের ঘটাতে থাকেন। বাভুমাকে ফিরিয়ে দেন দীপক চাহার। তিনিই দলের সফলতম বোলার। ২২ রানে তিনি নেন দুই উইকেট।

০৫ ১১
মোহালিতে প্রথমে ব্যাট করে গড় রান হল ১৭১। সেখানে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে ১৪৯ রানে থেমে যায়। যা তাড়া করা খুব কঠিন কাজ ছিল না। এবং ভারত অনায়াসেই ১৯ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

মোহালিতে প্রথমে ব্যাট করে গড় রান হল ১৭১। সেখানে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে ১৪৯ রানে থেমে যায়। যা তাড়া করা খুব কঠিন কাজ ছিল না। এবং ভারত অনায়াসেই ১৯ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

০৬ ১১
পুলে জোড়া ছক্কায় বিস্ফোরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন রোহিত শর্মা। মনে করা হচ্ছিল ‘হিটম্যান’ ঝড় তুলবেন এ বার। কিন্তু তিনি বড় রান পাননি। ১২ বলে ১২ রান করে ফেরেন মুম্বইকর। রবিবার তাঁর ব্যাটে বড় রান চাইছেন ভক্তরা।

পুলে জোড়া ছক্কায় বিস্ফোরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন রোহিত শর্মা। মনে করা হচ্ছিল ‘হিটম্যান’ ঝড় তুলবেন এ বার। কিন্তু তিনি বড় রান পাননি। ১২ বলে ১২ রান করে ফেরেন মুম্বইকর। রবিবার তাঁর ব্যাটে বড় রান চাইছেন ভক্তরা।

০৭ ১১
চাপের মধ্যে ছিলেন শিখর ধবন। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে রান পাননি। কিন্তু, বুধবার ছন্দে দেখাল তাঁকে। রোহিত ফেরার পর কোহালির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৭ বলে যোগ করলেন ৬১ রান।

চাপের মধ্যে ছিলেন শিখর ধবন। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে রান পাননি। কিন্তু, বুধবার ছন্দে দেখাল তাঁকে। রোহিত ফেরার পর কোহালির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৭ বলে যোগ করলেন ৬১ রান।

০৮ ১১
শিখর ফিরলেন ডেভিড মিলারের অসাধারণ ক্যাচে। লং অনে দাঁড়ানো মিলার শরীর ছুড়ে ডান হাতে ধরলেন ক্যাচ। যা দেখে হেসেই ফেললেন ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’। কোহালিকেও দেখা গেল অবাক হয়েছেন ওই ক্যাচে।

শিখর ফিরলেন ডেভিড মিলারের অসাধারণ ক্যাচে। লং অনে দাঁড়ানো মিলার শরীর ছুড়ে ডান হাতে ধরলেন ক্যাচ। যা দেখে হেসেই ফেললেন ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’। কোহালিকেও দেখা গেল অবাক হয়েছেন ওই ক্যাচে।

০৯ ১১
বিরাট কোহালিকে বলা হয় ‘চেজমাস্টার’। ৫২ বলে ৭২ রানের ইনিংসে ভারত অধিনায়ক ছেলেখেলা করলেন বিপক্ষ বোলারদের নিয়ে। এই মাঠেই তিন বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দারুণ ব্যাট করেছিলেন।

বিরাট কোহালিকে বলা হয় ‘চেজমাস্টার’। ৫২ বলে ৭২ রানের ইনিংসে ভারত অধিনায়ক ছেলেখেলা করলেন বিপক্ষ বোলারদের নিয়ে। এই মাঠেই তিন বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দারুণ ব্যাট করেছিলেন।

১০ ১১
এর মধ্যেই হতাশার মুখ হয়ে উঠলেন ঋষভ পন্থ। চার নম্বরে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না। যে শটে আউট হলেন, সেটাও বিরক্তি বাড়াবে দলের।

এর মধ্যেই হতাশার মুখ হয়ে উঠলেন ঋষভ পন্থ। চার নম্বরে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না। যে শটে আউট হলেন, সেটাও বিরক্তি বাড়াবে দলের।

১১ ১১
তিন ম্যাচের সিরিজে কোহালিরা এগিয়ে গিয়েছেন ১-০ ফলে। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ এখন দুই ম্যাচের। রবিবার সিরিজের শেষ ম্যাচ বেঙ্গালুরুতে। অনভিজ্ঞ দল নিয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে সিরিজে সমতা ফেরানোর কাজ কিন্তু সহজ নয়।

তিন ম্যাচের সিরিজে কোহালিরা এগিয়ে গিয়েছেন ১-০ ফলে। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ এখন দুই ম্যাচের। রবিবার সিরিজের শেষ ম্যাচ বেঙ্গালুরুতে। অনভিজ্ঞ দল নিয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে সিরিজে সমতা ফেরানোর কাজ কিন্তু সহজ নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE