Advertisement
১১ মে ২০২৪
Tamim Iqbal

Bangladesh Cricket: টি২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম, লক্ষ্য তরুণদের সুযোগ দেওয়া

যে তরুণ ক্রিকেটাররা তাঁর জায়গায় এত দিন বাংলাদেশ দলে খেলছিলেন তাঁদেরকেই সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তামিম।

তামিম ইকবাল

তামিম ইকবাল টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৮
Share: Save:

টি২০ বিশ্বকাপে খেলবেন না বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চোটের জন্য অনেক দিন টি২০ ক্রিকেট না খেলার কারণেই এই সিদ্ধান্ত। তামিমের মতে, তাঁর জায়গায় এত দিন যে তরুণ ক্রিকেটাররা বাংলাদেশ দলে খেলছিলেন তাঁদেরকেই সুযোগ দেওয়া উচিত।

ফেসবুকে পোস্ট করা এক ভিডিয়ো বার্তায় তামিম বলেন, ‘‘আশা করছি বিশ্বকাপের আগে আমার চোট সেরে যাবে। শেষ ১৫-১৬টি টি২০ ম্যাচে আমি খেলিনি। তাই আমার মনে হয়েছে, এত দিন ধরে যারা আমার জায়গায় খেলছিল তাদেরকেই সুযোগ দেওয়া উচিত। আমি তাদের জায়গা নিয়ে নিলে সেটা ঠিক হত না।’’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন ও বোর্ড সভাপতি নাজমুল হাসানকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তামিম। তবে এটাও স্পষ্ট করেছেন যে, তিনি এখনই অবসর নিচ্ছেন না। বাংলাদেশের ওই ওপেনার বলেন, ‘‘আমি বোর্ডের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। এখনই অবসর নিচ্ছি না। শুধু টি২০ বিশ্বকাপে খেলব না। কারণ আমার জায়গায় যারা খেলছে তাদের প্রস্তুতি আমার থেকে অনেক ভাল। তারা থাকলে দলের ভাল হবে।’’

তামিম জানিয়েছেন, চাপের মুখে পড়ে নয়, নিজের মন থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘‘আমার যেটা মনে হয় সেটাই করি। অনেকেই আমাকে চেনেন না। কিন্তু যাঁরা চেনেন, তাঁরা জানেন, আমি আমার হৃদয়ের কথা শুনি। আমার মনে হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত, দলের জন্য ভাল হবে বলেই তাই আমি এটা করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE