নতুন চেহারায় আক্রম ফেসবুক
অস্ট্রেলিয়ার স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করতে গিয়ে ১২ দিনের নিভৃতবাস কাটাতে হল ওয়াসিম আক্রমকে। নিভৃতবাসে ১২ দিন থাকার পর গাল ভরা পাকা দাড়ি আর উঠে যাওয়া চুল দেখে আক্রমকে চেনাই দায়। তবে ছবিটি আসল নয়। এডিট করা।
ছবি পোস্ট করে আক্রম নেটমাধ্যমে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় ১২ দিনের নিভৃতবাস চলছে। অবশেষে রেজার খুঁজে পেয়েছি।’
করোনার কারণে নিভৃতবাসে থাকতে হচ্ছে সকলকেই। আর এর জেরে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেকে। কিছু দিন আগেই নিজের টুইটারে নিভৃতবাসে ভাল থাকার উপায় বলেছিলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার। হোটেলের ঘরে জিম করে সময় কাটানোর পাশাপাশি নিজের শরীর সতেজ রাখছেন আক্রম। সেই ভিডিয়ো দেখে মনে হচ্ছিল আরও বয়স কমে গিয়েছে তাঁর।
Me after 12 days in quarantine 😂😂😂 and I finally found my razor 🪒 happy now ? #QuarantineLife pic.twitter.com/uISKfE26Wi
— Wasim Akram (@wasimakramlive) August 31, 2021
এ বার নেটমাধ্যমে তাঁর এডিট করা ছবি দেখেই চমকে গিয়েছেন অনেকে।