Advertisement
১৮ মে ২০২৪

অবিনাশকে নিয়ে জট বাড়ছে

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ জুনিয়র ফুটবলারটিকে নিয়ে ফেডারেশন এবং আইএফএ-র দড়ি টানাটানি হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। আইএফএ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে অবিনাশকে খেলতে হবে ইস্টবেঙ্গলে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ০৪:২৭
Share: Save:

অবিনাশ রুইদাশ বিতর্ক মেটাতে হঠাৎ-ই দিল্লি থেকে একদিনের ঝটিকা সফরে শহরে চলে এলেন খোদ ফেডারেশন সচিব কুশল দাশ। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়কে তিনি অনুরোধ করে গেলেন, একজন ফুটবলারের জন্য যেন দুই সংস্থার মধ্যে কোনও মনোমালিন্য তৈরি না হয়। কী ভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়েও আলোচনা করেন তিনি।

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ জুনিয়র ফুটবলারটিকে নিয়ে ফেডারেশন এবং আইএফএ-র দড়ি টানাটানি হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। আইএফএ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে অবিনাশকে খেলতে হবে ইস্টবেঙ্গলে। শোনা যাচ্ছে ফেডারেশন আবার না কি চাইছে, ফুটবলারটি নিলামে বিক্রি হওয়া দল মুম্বই সিটি এফ সি-তেই খেলুক। অর্থাৎ আইএসএলে খেলুক।

মজার ব্যাপার হল, দু’পক্ষই আজ বৃহস্পতিবার দুটি আলাদা সভা ডেকেছে সকালে-বিকেলে। বিতর্কিত ফুটবলারটির ভাগ্যনির্ধারণ করতে। আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির সভা ডাকা হয়েছে অবিনাশের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রের সই সঠিক কী না তা জানতে? জানা গিয়েছে, চুক্তিপত্রটি পাঠানো হতে পারে হস্তরেখাবিদদের কাছে। সেখানে হাতের লেখা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে গত মরসুমে লাল-হলুদ জার্সি গায়ে খেলা বজবজের এই বিতর্কিত ফুটবলারটিকে নিয়ে।

আরও পড়ুন: লর্ডস থেকে ফিরে ক্যামেরায় মুখোমুখি ঝুলন

এ দিন-ই আবার এই একই বিষয় নিয়ে সকালে সভা ডেকেছে ফেডারেশন। বিশেষভাবে তৈরি ছয় সদস্যের কমিটির। তাঁরা ঠিক করবে, কোন ফুটবলার কোন দলে খেলবে তা নিয়ে কোনও বিতর্ক হলে শেষ কথা বলবে কে?

এই অবস্থায় কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ শুরুর দিন ঠিক হয়ে গেল। ইস্টবেঙ্গল উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে ১০ অগস্ট, পরের দু’দিন নামবে যথাক্রমে মহমেডান ও মোহনবাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE