ইতিহাস গড়ার সুযোগ ছিল তার কাছে। পারল না তনভী শর্মা। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাইল্যান্ডের প্রতিযোগীর কাছে হেরে গেল সে। আনিয়াপাত ফিচিতপ্রিচাসাকের কাছে ৭-১৫, ১২-১৫ ব্যবধানে হেরে গেল সে। রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল তাকে।
ভারতের তৃতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল তনভী। কিন্তু সোনা জিততে পারল না। তবে ১৭ বছর পর প্রথম বার রুপো এসেছে ভারতের ঘরে। অতীতে সাইনা নেহওয়াল ২০০৮-এ সোনা জিতেছিলেন। ২০০৬-এ পেয়েছিলেন রুপো। তারও আগে ১৯৯৬-এ রুপো পেয়েছিলেন অপর্ণা পোপট।
আরও পড়ুন:
এ দিন শুরু থেকে দুই খেলোয়াড়ই আগ্রাসী ছিল। কেউ কাউকে এগিয়ে যেতে দিচ্ছিল না। তবে ৪-৪ থেকে এক সময় ফিচিতপ্রিচাসাক ১০-৫ এগিয়ে যায়। সেখান থেকে আর ফিরতে পারেনি তনভী। দ্বিতীয় গেমে শুরুতেই তনভী ৬-১ এগিয়ে যায়। সেই লিড ধরে রাখতে পারেনি সে। ফিচিতপ্রিচাসাক ৫-৭ করে দেয়। সেখান থেকে ৯-৮ এগিয়ে যায়। প্রথম গেমের মতো দ্বিতীয় গেম অতটা একপেশে হয়নি। ৯-১৩ পিছিয়ে থাকার সময় ফেরার চেষ্টা করেছিল তনভী। কিন্তু নিজের ভুলের কারণে সেট এবং ম্যাচ হারায় সে।