বিশ্বকাপের জন্য ১৮ ক্রিকেটারকে বেছে ফেলেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে তাঁদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।
শুক্রবার ভারতীয় দল ঘোষণা করে এমনই জানিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদ। তারই সঙ্গে তিনি এও জানিয়েছেন, আসন্ন আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দলগুলির কাছে অনুরোধ করা হবে, যাতে তারা তারকা ক্রিকেটারদের খুব বেশি চাপ না তৈরি করে। প্রসাদ বলেছেন, ‘‘আমরা ১৮ ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য বাছাই করে ফেলেছি। তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নির্বাচিত হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আইপিএলে এই ক্রিকেটারদের যাতে খুব বেশি ধকল না নিতে হয়, তা নিয়ে বিশদে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হবে। ক্রিকেটারদের ফিট রাখা যায় কী ভাবে, তা নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।’’
আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল। টানা ক্রিকেটের ধকল কাটিয়ে বিশ্বকাপের আগে ক্রিকেটারেরা কতটা ফিট থাকবেন, তা নিয়ে প্রশ্ন থাকছে। পাশাপাশি বিশ্বকাপের কারণে ফ্র্যাঞ্চাইজি দলগুলি আদৌ তারকা ক্রিকেটারদের কম খেলানোর যুক্তিকে প্রাধান্য দেবে কি না, সেটাও কিন্তু স্পষ্ট নয়। ভারতীয় বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছেন, সেই বিষয় নিয়েও ফ্র্যাঞ্চাইজি দলগুলির সঙ্গে কথাবার্তা বলা হবে। তিনি বলেছেন, ‘‘এই বছরেই বিশ্বকাপ রয়েছে। ফলে সেই বিষয়টি অবশ্যই ফ্র্যাঞ্চাইজি দলগুলি মনে রাখবে। আমি মনে করি, দেশের স্বার্থকে তারাও সর্বোচ্চ প্রাধান্য দেবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আলোচনার সময় ফ্র্যাঞ্চাইজি দলগুলির মতামতও শোনা হবে। মনে রাখতে হবে, আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলির মালিক ভারতীয়। ফলে তাঁরা দেশের স্বার্থকে অবশ্যই অগ্রাধিকার দেবেন। সেটা নিয়ে এখনই বিশদে কোনও আলোচনা করতে চাই না।’’