Advertisement
E-Paper

ফৌজি টুপিতেই বিরাটরা, তুলে দিলেন ‘কর্নেল’

ধোনি, কোহালিরা যে রাঁচীর মাঠে বিশেষ ধরনের এই টুপি পরে নামতে পারেন, সেই খবর সারা ভারতের মধ্যে শুধুমাত্র আনন্দবাজারে আগাম প্রকাশিত হয় শুক্রবার। এ দিন খেলা শুরুর অনেক আগেই দেখা গেল, ভারতীয় ক্রিকেটারদের হাতে ফৌজিদের টুপি তুলে দেওয়া হচ্ছে। 

সুমিত ঘোষ

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০৪:১৭
উদ্যোগ: শুক্রবার ম্যাচ শুরুর আগে বিরাট কোহালির হাতে ফৌজি টুপি তুলে

উদ্যোগ: শুক্রবার ম্যাচ শুরুর আগে বিরাট কোহালির হাতে ফৌজি টুপি তুলে

ক্রিকেটে নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করে ফৌজিদের টুপি পরেই শুক্রবার মাঠে নামলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রথাগত ইন্ডিয়া ক্যাপ ছেড়ে সেনাদের টুপি পরে নামলেন মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহালিরা। প্রত্যেক ক্রিকেটার রাঁচির ম্যাচ-ফিও জাতীয় প্রতিরক্ষা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

ধোনি, কোহালিরা যে রাঁচীর মাঠে বিশেষ ধরনের এই টুপি পরে নামতে পারেন, সেই খবর সারা ভারতের মধ্যে শুধুমাত্র আনন্দবাজারে আগাম প্রকাশিত হয় শুক্রবার। এ দিন খেলা শুরুর অনেক আগেই দেখা গেল, ভারতীয় ক্রিকেটারদের হাতে ফৌজিদের টুপি তুলে দেওয়া হচ্ছে।

সতীর্থদের হাতে বিশেষ টুপি তুলে দিলেন কে? না, মহেন্দ্র সিংহ ধোনি— যিনি টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক কর্নেল। পাশাপাশি, প্যারা মিলিটারি কোর্সও করেছেন ধোনি। ধোনি নিজেও বহু বার সেনাবাহিনীর নানা ঘাঁটিতে গিয়ে ট্রেনিং করেছেন। সেনার পোশাকের আদলে ক্রিকেট সরঞ্জামের ব্যাগ ব্যবহার করেন। ঘনিষ্ঠ মহলে তিনি এমনও বলেছেন যে, ক্রিকেট থেকে অবসরের পরে সেনাবাহিনীর সেবা করতে চান।

দলের মধ্যেই উপস্থিত থাকা ‘কর্নেল’-এর হাত দিয়ে টুপি তুলে দেওয়া একটা দিক। অন্য দিকটা হচ্ছে, ভারতীয় দল চায়নি কোনও ভাবে ফৌজি টুপি পরে খেলতে নামার সিদ্ধান্তে রাজনৈতিক মোড়ক লাগানো হোক। মাঠের মধ্যে কোনও রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রীদের উপস্থিতি চাননি কোহালিরা। বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনার সময়েও সেটা পরিষ্কার করে দেওয়া হয়।

আরও পড়ুন: চমক হতে পারেন শঙ্কর, পরীক্ষা ঋষভের, চিন্তায় রাখলেন রায়ডু

ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে ভারতীয় ক্রিকেটারেরা কাঁধে কাঁধ মিলিয়ে ‘টিম হাডল’ সেরে ফেলার পরেই সকলে সারি দিয়ে দাঁড়িয়ে পড়েন। প্রত্যেক ক্রিকেটার তো ছিলেনই, রবি শাস্ত্রী-সহ তাঁর পুরো কোচিং টিম এবং সহকারীরাও ছিলেন। বিদেশি ফিজিয়ো প্যাট্রিক ফারহার্টও বাদ যাননি। সবার প্রথমে অধিনায়ক কোহালির হাতে ফৌজি টুপি তুলে দেন ধোনি। আর ধোনির হাতে তুলে দিলেন কোহালি।

এর পর ভারতীয় ক্রিকেটারেরা ফিল্ডিং প্র্যাক্টিসও করতে থাকলেন এই বিশেষ টুপি পরে। কোহালি টস করতে এলেন ফৌজি টুপি পরে। টস জিতে বলে গেলেন, ‘‘এটা বিশেষ এক ধরনের টুপি। সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে আমরা পরেছি। জাতীয় প্রতিরক্ষা তহবিলে আজকের ম্যাচ-ফি আমরা সকলে দিচ্ছি। দেশের সকলের কাছেও আবেদন রাখব, সেনাবাহিনীর পাশে দাঁড়ান এবং তাঁদের জন্য অর্থ দান করুন।’’

প্রথমে ফিল্ডিং করতে নামা ভারতীয় দলের এগারো জনের মাথাতেই ছিল বিশেষ টুপি। জল দিতে আসা অতিরিক্ত খেলোয়াড়রাও ব্যতিক্রম ছিলেন না। দ্বিতীয়ার্ধে অস্ট্রেলীয় স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করার সময়েও দেখা গেল ধোনি, কোহালিরা ফৌজি টুপি পরেছেন।

প্রথম একাদশে থাকলে এক জন ভারতীয় ক্রিকেটার প্রত্যেক ওয়ান ডে ম্যাচে পান ৮ লক্ষ টাকা। যাঁরা এই ম্যাচে খেললেন না কিন্তু রিজার্ভে ছিলেন, তাঁরা পাবেন তার অর্ধেক অর্থাৎ চার লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা দিচ্ছে ভারতীয় দল। তবে কোহালিরা এই অর্থ দান করছেন জাতীয় প্রতিরক্ষা তহবিলে। যে তহবিলের টাকা ব্যবহৃত হয় ভারতীয় সেনাদের পরিবার এবং তাঁদের সন্তানদের পড়াশুনোর জন্য। পুলওয়ামায় জঙ্গি আক্রমণে নিহত জওয়ানদের সন্তানদের বড় করা এবং পড়াশোনার জন্য ব্যবহৃত হবে এই অর্থ। এর আগে বোর্ড জানিয়েছিল, এ বারে আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান হবে না। অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ দান করা হবে নিহত জওয়ানদের পরিবারের সাহায্যার্থে তৈরি তহবিলে।

এর আগে কোহালি-সহ প্রায় সব ভারতীয় ক্রিকেটারই পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনার তীব্র নিন্দা করে জওয়ানদের পাশে দাঁড়িয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের নাম না করে দাবি তুলেছে তাদের একঘরে করা হোক। সেই দাবি গুরুত্ব না পেলেও নিজেদের অবস্থানে বোর্ড অনড় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স) প্রধান বিনোদ রাই। এ রকম একটা স্পর্শকাতর আবহে ধোনি, কোহালিদের ফৌজি টুপি পরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নজিরবিহীন তো বটেই। পাশাপাশি, বোর্ড এবং ক্রিকেট দল যৌথ ভাবে যেন স্পষ্ট বার্তাও দিয়ে দিল যে, তাঁরা ক্রিকেট মাঠেও সেনাবাহিনীর উপরে পুলওয়ামার জঙ্গি হানার ঘটনার রেশ টেনে আনতে পিছপা নয়। কমেন্ট্রি বক্সে সুনীল গাওস্করও সতীর্থ ধারাভাষ্যকারদের হাতে তুলে দেন ফৌজি টুপি। গাওস্করকে টুপি তুলে দেন সঞ্জয় মঞ্জরেকর।

এর আগে ক্রিকেট মাঠে দলবদ্ধ ভাবে ফৌজি টুপি পরে নামার ঘটনা না থাকলেও সেনাবাহিনীর প্রতি খেলার মাঠে দাঁড়িয়েই বিশেষ ভঙ্গিতে সম্মান দেখানো বা তাঁদের উদ্দেশে সেঞ্চুরি এবং জয় উৎসর্গ করার অনেক ঘটনা হচ্ছে। তিন বছর আগে লর্ডসে সেঞ্চুরি করে প্যাড পরা অবস্থাতে পাক অধিনায়ক মিসবা-উল-হক পিচের পাশে দশ বার ‘পুশ আপস’ (চলতি বাংলায় যাকে বলে বুক-ডন) দিয়েছিলেন। স্যালুটও করেছিলেন। পরে মিসবা জানান, পাক সেনাবাহিনীকে সম্মান দেখাতে এমন অভিনব বিজয়োৎসব। সে বার পাক ক্রিকেট দল সেনাবাহিনীর ঘাঁটিতে গিয়ে বিশেষ শিবির করেছিল। ইংল্যান্ডে সফল হয়ে পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিলেন মিসবা। ২০০১ সালে ইংল্যান্ডে খেলতে যাওয়ার পথে তুরস্কের গ্যালিপোলিতে দলকে নিয়ে গিয়েছিলেন স্টিভ ওয়। গ্যালিপোলিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় মারা গিয়েছিলেন দশ হাজার অস্ট্রেলীয় সৈন্য। দু’দিন ধরে সেখানে অধিনায়ক স্টিভ দলকে শুনিয়েছিলেন সেনাদের লড়াই এবং ত্যাগের কাহিনি। বড় সিরিজের আগে দলকে উদ্বুদ্ধ করতেই যে এমন পদক্ষেপ করেছিলেন, তা পরে স্বীকারও করে নিয়েছিলেন স্টিভ।

Cricket India India vs Australia 2019 ODI Army Cap Pulwama Terror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy