বুর্জ খালিফায় ভারতীয় জার্সি।
টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের নতুন জার্সি। বুধবার সেই জার্সি সামনে নিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নেটমাধ্যমে বিরাট কোহলী, রোহিত শর্মা, লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজাকে দেখা যায় নতুন জার্সিতে। সেই সঙ্গে আরও একটি ছবি দেখা যায়। দুবাইয়ের বুর্জ খালিফায় ভারতীয় দলের সেই জার্সি পরে কোহলীরা।
২০২০ সালের শেষের দিক থেকে ভারতীয় দল যে জার্সি পরত তার সঙ্গে মিল ছিল ১৯৯২ সালের ভারতীয় দলের জার্সির। এ বার টি২০ বিশ্বকাপের আগে নতুন জার্সি পেল ভারত। সেই জার্সি বানানো হয়েছে সমর্থকদের কথা মাথায় রেখে। কোহলীদের নতুন জার্সি বুর্জ খালিফায় দেখে অবাক সমর্থকরা।
১৭ অক্টোবর থেকে শুরু টি২০ বিশ্বকাপ। যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হবে ওই দিন থেকে। ভারত খেলতে নামবে ২৪ অক্টোবর। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ তাদের। সেই ম্যাচেই প্রথম নতুন জার্সি পরে মাঠে দেখা যাবে কোহলীদের।
INDIA JERSEY ON BURJ KHALIFA! Absolutely stunning 🤩 @mpl_sport @bcci pic.twitter.com/sKxMgvADlb
— Samarth (@iamstake) October 13, 2021
Virat Kohli and Team India's T20 WC jersey presentation show at Burj Khalifa. pic.twitter.com/l8X8sdMNm9
— Virat Kohli FanTeam (@ViratFanTeam) October 13, 2021
এই বিশ্বকাপের পরেই টি২০ ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেবেন কোহলী। নতুন জার্সি পরে কোহলীর কাছে সুযোগ প্রথম কোনও আইসিসি প্রতিযোগিতা জেতার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy