বিশ্বকাপের পর থেকে মহেন্দ্র সিংহ ধোনি নেই ভারতীয় দলে। ধোনি না থাকায় সুযোগ চলে আসে ঋষভ পন্থের সামনে। কিন্তু জাতীয় দলের হয়ে নাগাড়ে খেলে গেলেও পন্থ কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
ব্যাট হাতে দায়িত্বজ্ঞানহীন শট খেলেছেন। কিপিং করার সময়ে ক্রিকেটের প্রাথমিক পাঠ ভুলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরোয়া সিরিজ ও নিউজিল্যান্ড সফরে সীমীত ওভারের ক্রিকেটে পন্থের জায়গায় কিপিং করানো হয়েছে লোকেশ রাহুলকে।
ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর অবশ্য পন্থের পাশে দাঁড়িয়ে বলছেন, ‘‘গত বছরটা ভাল যায়নি পন্থের। তবুও টিম ম্যানেজমেন্টের ওর উপরে আস্থা রয়েছে। ওর পাশে রয়েছে সবাই। পন্থ এক জন স্পেশাল ক্রিকেটার। আমরা বিশ্বাস করি, ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে পন্থের।’’