টেস্ট ব্যাটসম্যান তালিকায় বড় উত্থান হল বিরাট কোহালি ও চেতেশ্বর পূজারার। সদ্য নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ একদিন বাকি থাকতেই ইনিংসে জিতে নিয়েছে ভারত। সঙ্গে বিরাটের ডবল সেঞ্চুরি ও পূজারার সেঞ্চুরি। বিরাট আগেই পাঁচে উঠে এসেছিলেন কিন্তু ডবল সেঞ্চুরি করে ৮১৭ থেকে পয়েন্ট পৌঁছে গেল ৮৭৭এ। অন্যদিকে ১৪৩ রানের ইনিংস খেলার পর পূজারার ভাগ্যে এল ২২ পয়েন্ট। যার ফলে চার নম্বর থেকে জায়গা করে নিলেন দু’নম্বরে। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনে জো রুট। চারে কেন উইলিয়ামসন। সেরা দশে আর রয়েছেন ভারতের লোকেশ রাহুল (৯)।
আরও পড়ুন