Advertisement
০২ মে ২০২৪

লড়াই এখনও বাকি:জিজু

চ্যাম্পিয়ন্স লিগে বছরের পর বছর সাফল্য পেলেও লা লিগার ছবিটা সম্পূর্ণ আলাদা। ২০১২-র পর আর লা লিগা আসেনি রিয়ালে।

লক্ষ্য: পাঁচ বছর পর লিগ জিততে মরিয়া জিদান। —ফাইল চিত্র।

লক্ষ্য: পাঁচ বছর পর লিগ জিততে মরিয়া জিদান। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৩:৪২
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে বছরের পর বছর সাফল্য পেলেও লা লিগার ছবিটা সম্পূর্ণ আলাদা। ২০১২-র পর আর লা লিগা আসেনি রিয়ালে।

জিনেদিন জিদানের মগজাস্ত্রের সৌজন্য লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার থেকে মাত্র এক পয়েন্ট দূরে রিয়াল। রবিবার মালাগার বিরুদ্ধে ড্র তুলে আনলেই পাঁচ বছর পর ফের স্পেনের সেরা হবে রিয়াল।

মালাগার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও আত্মতুষ্ট হয়ে পড়ছেন না জিদান। যিনি দলকে সতর্কবার্তা পাঠিয়ে জানিয়ে দিলেন কঠিন কাজটা এখনও বাকি রয়েছে। ‘‘আমরা আরও কাছে পৌঁছেছি। কিন্তু সবচেয়ে কঠিন কাজটা এখনও বাকি আছে। এখনও মনে হচ্ছে না চ্যাম্পিয়ন হয়েছি। আরও পয়েন্ট তুলতে হবে,’’ বলছেন জিদান। রিয়াল তারকা ইস্কো আবার বলছেন, ‘‘আমরা তৈরি আছি মালাগাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে।’’

ম্যাচের আগে আবার মালাগার সান্দ্রো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রিয়ালকে। প্রাক্তন বার্সেলোনা ফুটবলার জানিয়ে দিলেন গোল করে রিয়ালকে হারাবেন তিনি। ‘‘বার্সেলোনা আমার প্রিয় ক্লাব। আমি ভাগ্যবান দু’বছর বার্সায় খেলতে পেরে। আমি রিয়ালের বিরুদ্ধে গোল করতে চাই যাতে বার্সা লা লিগা চ্যাম্পিয়ন হয়,’’ বলছেন সান্দ্রো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Zinedine Zidane La Liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE