সুপার ইউনাইটেড ক্রোয়েশিয়া র্যাপিড অ্যান্ড ব্লিৎজ় দাবা শুরুর আগে ম্যাগনাস কার্লসেন প্রশ্ন তুলেছিলেন ডি. গুকেশের যোগ্যতা নিয়ে। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেই জবাব দিলেন ভারতীয় দাবাড়ু।
কার্লসেন বলেছিলেন, ‘‘সম্ভবত প্রতিযোগিতার অন্যতম দুর্বল প্রতিপক্ষদের এক জন গুকেশ।’’ যোগ করেছিলেন, “আমার মনে হয় গতবার গুকেশ এখানে বেশ ভাল খেলেছে। তবে ওর এখনও প্রমাণ করা বাকি যে এই ফর্ম্যাটের সেরা দাবাড়ুদের এক জন।’’ এখানেই শেষ নয়। কার্লসেন আরও বলেছিলেন, ‘‘গুকেশ এমন কিছুই করেনি যা ইঙ্গিত দেয় যে এই প্রতিযোগিতায় ও ভাল কিছু করতে পারবে। যদিও আশা করছি, ও ভাল কিছু করবে। তবে এই প্রতিযোগিতায় ওকে অন্যতম দুর্বল প্রতিপক্ষ হিসেবেই দেখব।’’
বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ টানা দুটি জয় পান এ দিন। ফলে বিশ্বের এক নম্বর কার্লসেন, পোল্যান্ডের ডুডা ইয়ান ক্রিস্টফ ও আমেরিকার ওয়েসলি সো-এর সঙ্গে যুগ্ম ভাবে তিনি আছেন শীর্ষে। শুরুতেই যদিও গুকেশ হেরে গিয়েছিলেন ডুডার কাছে। এর পরে ফ্রান্সের আলিরেজ়া ফিরৌজ়া ও সতীর্থ আর প্রজ্ঞানন্দকে হারান গুকেশ। যে জয়ের সাহায্যে সম্ভাব্য ছয় পয়েন্টের মধ্যে তিনি পান চার পয়েন্ট। কার্লসেন হারান ওয়েসলি সো-কে। এ ছাড়া বাকি দুটি ম্যাচ ড্র করেন স্থানীয় তারকা অর্থাৎ ক্রোয়েশিয়ার ইভান সারিচ ও ডুডার সঙ্গে। ফলে তিনিও গুকেশের মতোই আছেন চার পয়েন্টে।
ছন্দে থাকা প্রজ্ঞানন্দের জন্য দিনটা প্রত্যাশা অনুযায়ী যায়নি। তিনি ড্র করেন ফিরৌজ়া এবং উজ়বেকিস্তানের নদিরবেক আবদুসাত্তারভের সঙ্গে। এর পরে হারেন গুকেশের কাছে। র্যাপিড বিভাগে এখনও ছটি রাউন্ড, এর পরে ব্লিৎজ় বিভাগে এখনও ১৮ রাউন্ড খেলা বাকি। নিয়ম অনুযায়ী র্যাপিড বিভাগে জয়ের জন্য ২ পয়েন্ট এবং ব্লিৎজ় বিভাগে জয়ের জন্য দেওয়া হবে এক পয়েন্ট করে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)