Advertisement
১১ মে ২০২৪

এত দিন পরে স্বপ্নপূরণ: বোপান্না

কানাডিয়ান সঙ্গী গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সঙ্গে জুটিতে ফরাসি ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে তুমুল লড়াইয়ের পরে তাঁরা ২-৬, ৬-২, ১২-১০ হারান জার্মানির আনা-লিনা গ্রোয়েনফেল্ড এবং কলম্বিয়ার রবার্ট ফারা-কে।

চ্যাম্পিয়ন: গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সঙ্গে মিক্সড ডাবলস ট্রফি নিয়ে রোহন বোপান্না। বৃহস্পতিবার। ছবি: গেটি ইমেজেস

চ্যাম্পিয়ন: গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সঙ্গে মিক্সড ডাবলস ট্রফি নিয়ে রোহন বোপান্না। বৃহস্পতিবার। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ০৪:১৯
Share: Save:

সাত বছরের যন্ত্রণার অবসান হল। ভারতের গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের ক্লাবে চতুর্থ সদস্য হিসেবে বৃহস্পতিবার নাম লিখিয়ে ফেললেন রোহন বোপান্না।

কানাডিয়ান সঙ্গী গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সঙ্গে জুটিতে ফরাসি ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে তুমুল লড়াইয়ের পরে তাঁরা ২-৬, ৬-২, ১২-১০ হারান জার্মানির আনা-লিনা গ্রোয়েনফেল্ড এবং কলম্বিয়ার রবার্ট ফারা-কে। তবে এক সময় মনে হচ্ছিল ২০১০-এ যুক্তরাষ্ট্র ওপেনে ডাবলসে বোপান্না আর তৎকালীন সঙ্গী পাকিস্তানের আইসাম উল কুরেশি যে ভাবে ফাইনালে উঠেও ব্যর্থ হয়েছিলেন বৃহস্পতিবারও না আবার সে রকম দেখতে হয়। কেননা ম্যাচে শুধু প্রথম সেট হারাই নয়, সুপার টাইব্রেকে এক সময় ৭-৯ পিছিয়ে গিয়েছিলেন বোপান্নারা। দু’বার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের তাজ ইন্দো-কানাডিয়ান জুটিই ছিনিয়ে নেন। উচ্ছ্বাসে ভাসতে থাকা ৩৭ বছরের ভারতীয় তারকা বলে দেন, ‘‘স্পেশ্যাল জয়। টেনিস শুরু করার পরে এক জন খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন থাকেই। আজ সেটা পূরণ হল।’’ সঙ্গে তিনি দেন, ‘‘২০১০-এর ফাইনালটায় যে রকম চাপ ছিল এ দিন অতটা মনে হয়নি। কারণ এত দিন সার্কিটে অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। গত দু’বছর ক্লে কোর্টে খেলাটা আমি দারুণ ভাবে উপভোগ করছি।’’ কেরিয়ারের এই সময়ে তিনি নিজের সেরা টেনিসটা খেলছেন দাবি করে বোপান্না বলেন, ‘‘অভিজ্ঞতা বেড়েছে। পরিস্থিতি আরও ভাল করে নিয়ন্ত্রণ করতে শিখেছি এখন।’’

বেঙ্গালুরুর তারকার জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভারতীয় টেনিস মহলে। বোপান্নার প্রাক্তন সতীর্থ এবং ভারতের ডেভিস কাপ দলের ক্যাপ্টেন মহেশ ভূপতির টুইট, ‘‘গর্ব হচ্ছে বোপান্নার জন্য। এত পরিশ্রম, অপেক্ষা শেষ পর্যন্ত শেষ হল ফরাসি ওপেনে। ক্যাপ্টেন খুশ হুয়া।’’ সানিয়া মির্জার টুইট, ‘‘বোপান্নাআআআআ....অনেক দিন অপেক্ষা করছিলাম এই সাফল্যের। দু’জনকেই শুভেচ্ছা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE