Advertisement
২০ এপ্রিল ২০২৪
Vijay Mallya

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে বসেই দেখলেন ‘ওয়ান্টেড’ বিজয় মাল্য!

শুধু স্টেডিয়ামে খেলা দেখা নয়, সে দিন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্করের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা যায় মাল্যকে। স্টেডিয়ামে খেলা দেখা এবং গাওস্করের সঙ্গে আলাপচারিতার এই দুই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে।

ভারত-পাক ম্যাচে মাঠে মাল্য! ছবি- সোশ্যাল মিডিয়া

ভারত-পাক ম্যাচে মাঠে মাল্য! ছবি- সোশ্যাল মিডিয়া

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ১৬:২৭
Share: Save:

চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ছিল রবিবার বার্মিংহামে। সে দিন এমন কোনও ভারতীয় ছিলেন না যিনি ভরদুপুরে টেলিভিশনের সামনে খেলা দেখতে বসেননি। স্টেডিয়ামেও সাধারণ সমর্থকের পাশাপাশি বিভিন্ন পেশার তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে, সেই ভিড়ের মধ্যেও সবার চোখ আটকে গিয়েছিল ভিআইপি স্ট্যান্ডে বসে থাকা এক ব্যক্তির উপর। গায়ে সাদা কোট, চোখে রোদচশমা। বার্মিংহামের মেঘলা আবহাওয়ায় ভারত-পাকিস্তানের ম্যাচ দেখা আর পাঁচ জনের মতো তিনিও লোভ ছাড়তে পারেননি। গ্যালারিতে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল ভারতের ‘ওয়ান্টেড’ বিজয় মাল্যকে।

আরও পড়ুন- ভারতই চ্যাম্পিয়ন হবে, আজ্জুর তাস হার্দিক

শুধু স্টেডিয়ামে খেলা দেখা নয়, সে দিন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্করের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা যায় মাল্যকে। স্টেডিয়ামে খেলা দেখা এবং গাওস্করের সঙ্গে আলাপচারিতার এই দুই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। যদিও এই দুই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার। বিজয় মাল্যের এই ছবিগুলি নিয়ে তুমুল চর্চার বিষয় হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। উল্লেখ্য, বারবার আদালত অবমাননার দায়ে এপ্রিল মাসে লিকুইড ব্যারনকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা। এবং কয়েক ঘণ্টার মধ্যে শর্তসাপেক্ষ জামিনও পেয়ে যান তিনি।

গাওস্করের সঙ্গে বিজয় মাল্যকে দেখা যায়। যদিও আনন্দবাজার এই ছবি সত্যতা যাচাই করেনি। ছবি- সোশ্যাল মিডিয়া

বিজয় মাল্যর বিরুদ্ধে কিংফিশার এয়ারলাইন্সের জন্য নেওয়া ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপি-সহ একাধিক মামলা রয়েছে। বিজয় মাল্য ‘ইচ্ছাকৃত’ ভাবে সেই ঋণ মেটাচ্ছেন না বলে দাবি ব্যাঙ্কগুলির। এ নিয়ে আদালতের কাছে চার্জশিটও দেয় সিবিআই। ২০১৬-র মার্চ থেকে ব্রিটেনেই রয়েছেন বিজয় মাল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE