ইতিমধ্যেই তাঁর অধিনায়কত্ব নিয়ে দেশ জুড়ে সারা পড়ে গিয়েছে। অনেকেই বলতে শুরু করে দিয়েছেন তিনিই সেরা। কিন্তু এখনই এটা শুনতে রাজি নন বিরাট। তার মতে এখনও সময় আসেনি তাঁর অধিনায়কত্বের বিচার করার। তার মতে, একজন অধিনায়কের অধিনায়কত্বের মান নির্ভর করে তার দলের উপর। বলেন, ‘‘আমি নিজেকে সব সিরিজের পরই বিচার করতে বসি না। আমার লক্ষ্য থাকে সব ম্যাচ জেতার। অধিনায়কত্ব ততটা ভাল হয় যতটা তোমার টিম ভাল হয়। যতটা ধারাবাহিক হয়। যদি আমাদের খেলার ক্ষমতা না থাকে তা হলে অধিনায়ক হয়ে আমিও কিছু করতে পারব না। দল যত অভিজ্ঞ হবে অধিনায়ককে তত ভাল লাগবে।’’
আরও খবর: পিঠ চাপড়ে দেবেন সৌরভ, আইপিএল-এ দল পেয়ে স্বপ্ন কুমারটুলির প্রথমের
তবে অধিনায়ক হিসেবে তিনি সফল এটা সোনার জন্য আরও পাঁচ থেকে আট বছর লাগবে বলে তিনি মনে করেন। এই তো সবে শুরু। বলেন, ‘‘হয়তো আরও পাঁচ থেকে আট বছর পর আমি নিজের অধিনায়কত্বের বিচার করতে পারব। যদি আমি ততদিন অধিনায়ক থাকতে পারি। আমি ব্যাক্তিগতভাবে বিশ্বাস করি আমি ভাল করি আর না করি এখনই আমার অধিনায়কত্ব নিয়ে বিচারের সময় আসেনি।’’ বিরাট অতীতেও বলেছেন তাঁর অধিনায়কত্ব তাঁর ব্যাটিংকে সমৃদ্ধ করেছে। তাঁর মতে অধিনায়ক হিসেবে কোথাও কখনও আত্মতুষ্টির জায়গা থাকে না। বিশেষ করে ব্যাটিংয়ে। এরকম অবস্থায় অধিনায়ক হিসেবে সব আত্মতুষ্টি হাওয়া হয়ে যায়।
অনুশীলনের ফাঁকে ভারতীয় দল। ছবি: পিটিআই।
বৃহস্পতিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। যেখানে বড় ভূমিকা নেবে বিরাটের ব্যাট। যদিও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকেও হালকাভাবে নিচ্ছেন না বিরাট। বলেন, ‘‘ও টেস্টের সেরা ব্যাটসম্যান। আমাদের কেরিয়ারের মধ্যে কোনও মিল নেই। তবে আমি আমার খেলা নিয়ে আত্মবিশ্বাসী। যারা বিশেষ কিছু বিষয় নিয়ে লিখছে সেটা তাদের কাজ। এর উপরে আমার কোনও নিয়ন্ত্রন নেই। আমি শুধু নিজের খেলা নিয়েই ভাবছি। এই সিরিজ নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’’ যদিও ইংল্যান্ড সিরিজকে কঠিন সিরিজ বলছেন বিরাট। যেখানে ড্র দিয়ে শুরু করেছিলাম আমরা। প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবতে চাইছেন না তিনি। কিন্তু ওদের প্রতি শ্রদ্ধা রয়েছে।