শনিবার ওয়ান্ডারার্সে অন্তত তিনটি নজির গড়লেন শিখর ধবন। কেরিয়ারের প্রথম ১০০ ওডিআই ম্যাচে মোট রানে তিনিই এখন ভারতীয়দের মধ্যে এক নম্বরে। এত দিন এই রেকর্ড ছিল কোহালির।
১০০ ওয়ান ডে ম্যাচের পর বিরাটের সংগ্রহ ছিল ৪,১০৭। শিখরের রান ৪,৩০৯। বিশ্ব ক্রিকেটে এখন ধবনের আগে আছেন একজনই। দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। প্রথম ১০০ ওয়ান ডে ম্যাচে আমলার রান ৪,৮০৮।
এ ছাড়া, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেন্ডুলকরের পর তৃতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি। ২০০১ সালে, এই ওয়ান্ডারার্সেই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করে সেঞ্চুরি করেন সচিন-সৌরভ দু’জনেই।