গল্ফে তাঁর পড়তি ফর্ম নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই ফের বিতর্কে টাইগার উডস। ফের জড়ালেন যৌন কেলেঙ্কারিতে!
বন্ধু-পত্নীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক নিয়ে শোরগোল পড়েছে সংবাদমাধ্যমে। এমনও বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে গল্ফের বাঘের বিস্ময়কর জঘন্য পারফরম্যান্সের পিছনেও নাকি তাঁর এই নতুন প্রেম! এই মুহূর্তে গল্ফে নাকি একেবারেই মন নেই তাঁর।
উডসের সাম্প্রতিকতম এই প্রেমিকার নাম আমান্ডা বয়েড। সাতাশ বছরের সুন্দরী উডসের বন্ধু ও গল্ফার জেসন ডাফনারের সদ্য-প্রাক্তন স্ত্রী। শোনা যাচ্ছে, উডস-আমান্ডা সম্পর্কের জেরেই বিয়ে ভেঙেছে ডাফনারের। ট্যাবলয়েডের দাবি, উডসের সঙ্গে নিজের স্ত্রীর ঘনিষ্ঠতার কথা জানার পর নাকি পুরোপুরি ভেঙে পড়েন ডাফনার। গত মার্চে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অন্য দিকে, মার্কিন স্কি তারকা লিন্ডসে ভনের সঙ্গে উডসের সম্পর্কও ভেঙেছে কয়েক মাস হল। একটি মার্কিন ট্যাবলয়েড উডস ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ‘‘টাইগার লিন্ডসেকে ডেট করার সময়েও আমান্ডার প্রতি আকৃষ্ট ছিল। শুরুতে ব্যাপারটা স্রেফ ফষ্টিনষ্টির পর্যায়ে ছিল। কিন্তু ক্রমশ দু’তরফেই আকর্ষণ বেড়ে সম্পর্ক গভীর হয়ে ওঠে। লিন্ডসে এক দিন উডসকে আমান্ডার সঙ্গে ধরে ফেলে। তার পরেই উডসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেয় লিন্ডসে।’’