Advertisement
০৪ ডিসেম্বর ২০২৪
Today’s Sports Events

১১ দিন পর আইএসএলে মোহনবাগান, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি, আর কী কী?

আইএসএলে ১১ দিন পর নামছে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে খেলা ওড়িশা এফসি-র সঙ্গে। রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি২০ ম্যাচ। থাকছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় এক দিনের ম্যাচ, ইপিএলে বড় ম্যাচ, বার্সার খেলা।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৭:২৭
Share: Save:

আইএসএলে ১১ দিন পর আজ আবার নামছে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে খেলা ওড়িশা এফসি-র সঙ্গে। রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আজ জিতলে সিরিজ় হারের সম্ভাবনা থাকবে না সূর্যকুমার যাদবদের। থাকছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান তৃতীয় এক দিনের ম্যাচ, ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচ, বার্সেলোনার খেলা।

আইএসএলে ১১ দিন পর নামছে বাগান, বিপক্ষে ওড়িশা

আইএসএলে ১১ দিন পর আজ আবার নামছে মোহনবাগান। খেলতে হবে ওড়িশা এফসি-র সঙ্গে। ভুবনেশ্বরে পেত্রাতোস-কামিন্সরা জিতলে সাত ম্যাচে ১৬ পয়েন্ট হবে সবুজ-মেরুনের। শীর্ষে থাকা বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্টের তফাৎ হবে মাত্র ১। শুধু তা-ই নয়, বাগানের হাতে একটি ম্যাচও থাকবে। বেঙ্গালুরু আটটি ম্যাচ খেলেছে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, সঞ্জুর পর সূর্য, হার্দিকেরা রান পাবেন?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ভারতের। প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবেরা ৬১ রানে জিতেছেন। সঞ্জু স্যামসনের ৫০ বলে ১০৭ রানের ইনিংস জিতিয়েছে ভারতকে। চার ম্যাচের সিরিজ়ে আজ জিতলে সিরিজ় হারার সম্ভাবনা থাকবে না সূর্যদের। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান এক দিনের সিরিজ়ের ‘ফাইনাল’

অস্ট্রেলিয়া-পাকিস্তান এক দিনের সিরিজ়ে আজ ‘ফাইনাল’! তিন ম্যাচের সিরিজ়ের ফল এখন ১-১। আজ যারা জিতবে, সিরিজ় তাদের। খেলা শুরু সকাল ৯টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচ, রয়েছে চারটি খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় ম্যাচ। মুখোমুখি চেলসি ও আর্সেনাল। ১০ ম্যাচে দুই দলেরই ১৮ পয়েন্ট। খেলা শুরু রাত ১০টায়। তার আগে রয়েছে তিনটি ম্যাচ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে লিস্টার সিটির সঙ্গে। নটিংহ্যাম ফরেস্ট মুখোমুখি নিউ ক্যাসলের। টটেনহ্যামের সামনে ইপসউইচ টাউন। তিনটি ম্যাচই সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

লা লিগায় খেলবে বার্সেলোনা, বিপক্ষে সোসাইদাদ

বন্যা-বিধ্বস্ত স্পেনে কোনও মতে চলছে স্প্যানিশ লিগের খেলা। একাধিক ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। আজ রয়েছে বার্সেলোনার ম্যাচ। তাদের খেলতে হবে রিয়াল সোসাইদাদের সঙ্গে। খেলা রাত ১:৩০ থেকে। খেলা দেখা যাবে জিএক্সআর অ্যাপ ও ওয়েবসাইটে।

অন্য বিষয়গুলি:

Today’s Sports Events ISL 2024-25 India vs South Africa English Premier League la liga One Day International (ODI)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy