প্রথম দু’টি ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় জিতে নিয়েছে ভারত। রোহিত শর্মা ফর্মে ফিরলেও চিন্তা রয়ে গিয়েছে বিরাট কোহলিকে নিয়ে। বুধবার শেষ ম্যাচে রোহিতের মতো তিনিও কি ফর্মে ফিরবেন? ভারতীয় ক্রিকেট দলের সব খবর। আর আট দিন পর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। দলগুলির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। থাকছে সব খবর। রয়েছে রঞ্জি ট্রফির চারটি কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল।
রানে ফেরার অপেক্ষায় বিরাট, শেষ ম্যাচের আগে ভারতীয় দলের খবর
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় জিতে নিয়েছে ভারত। প্রথম দু’টি ম্যাচ জেতায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় ভারতের পকেটে। রবিবার দ্বিতীয় ম্যাচে শতরান করে ফর্মে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। চিন্তা রয়ে গিয়েছে বিরাট কোহলির ফর্ম নিয়ে। বুধবার শেষ ম্যাচে রোহিতের মতো তিনিও কি ফর্মে ফিরবেন? ভারতীয় ক্রিকেট দলের সব খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আট দিন, দলগুলির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আর আট দিন পর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সব দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ভারত এবং ইংল্যান্ড কাল শেষ এক দিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে দু’টি এক দিনের ম্যাচ খেলবে বুধ ও শুক্রবার। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের মধ্যে ত্রিদেশীয় সিরিজ়ে আর দু’টি ম্যাচ বাকি।
রঞ্জি ট্রফির চারটি কোয়ার্টার ফাইনাল, চতুর্থ দিনের খেলা
চলছে রঞ্জি ট্রফির চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ইডেনে লড়াই মুম্বই ও হরিয়ানার। বাকি তিনটি ম্যাচে খেলছে জম্মু ও কাশ্মীর-কেরল, বিদর্ভ-তামিলনাড়ু, সৌরাষ্ট্র-গুজরাত। আজ চতুর্থ দিনের খেলা। কলকাতায় খেলা শুরু সকাল ৯টায়। বাকি তিনটি ম্যাচ শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে বড় ম্যাচ, লড়াই সিটি ও রিয়ালের
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ চারটি ম্যাচ। রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের বড় ম্যাচ। খেলা রাত ১:৩০ থেকে। একই সময়ে রয়েছে স্পোর্টিং-ডর্টমুন্ড এবং জুভেন্টাস-পিএসভি ম্যাচ। রাত ১১:১৫ থেকে রয়েছে ব্রেস্ট-পিএসজি ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।